
শুদ্ধ রোযাদার; নিয়ন্ত্রিত আচরণ
-----------------------------------
❖ আবু হুারায়রা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
الصِّيَامُ جُنَّةٌ ، فَإِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ
“রোযা হল ঢাল। অত:এব, তোমাদের কেউ রোযা রাখলে সে যেন খারাপ ভাষা ব্যবহার এবং মূর্খতা সুলভ আচরণ থেকে দূরে থাকে।” (বুখারী ও মুসলিম)
---------------------
✪ খারাপ ভাষা: যেমন, অশ্লীল বাক্য, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, গালাগালি করা, অভিশাপ দেয়া, অনর্থক বাক্যালাপ ইত্যাদি।
✪ মূর্খতা সূলভ আচরণ: যেমন, ঝগড়াঝাঁটি করা, প্রতারণা করা, ঘুস গ্রহণ, সুদী কারবার, দুর্নীতি, অপচয়, বেহায়াপনা, পর নারী, অশ্লীল ছবি বা ফ্লিম দেখা, জেনা, শিরক, বিদয়াত, কুফুরী, সালাত পরিত্যাগ, মানুষের সাথে দূর্ব্যবহার ইত্যাদি।
❖ আবু হুরাইরা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ».
“যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোন প্রয়োজন নেই।” (সহীহ বুখারী)
❖ জাবের রা. বলেন, “যখন তুমি রোযা থাকবে তখন তোমার কান, চোখ এবং জিহ্বাও যেন মিথ্যা এবং হারাম থেকে রোযা রাখে।”
আল্লাহ তায়ালা আমাদেরকে রোযার আদব রক্ষা করে সিয়াম সাধানার তাওফীক দান করুন এবং এই সিয়ামের মাধ্যমে আমরা যেন পরিশুদ্ধ আত্মা, পরিচ্ছন্ন মন, মার্জিত আচরণ ও সুন্দর জীবনের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সবাইক তাওফীক দান করুন। আমীন।
No comments:
Post a Comment