Thursday, November 16, 2017

'হাসবুনাল্লাহু অনি'মাল অকীল'।




Image may contain: text


ইব্রাহীম (আঃ) কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল , ঐ মুহূর্তে তিনি বলেছিলেন -'হাসবুনাল্লাহু অনি'মাল অকীল'।
মুহাম্মদ (ছাঃ) এবং তাঁর ছাহাবীদের কে যখন লোকেরা বলেছিল যে, কাফির লোকেরা তোমাদের মুকাবিলার জন্য সমবেত হয়েছে ;ফলে তোমরা তাদেরকে ভয় কর- তখন তারা বলেছিল 'হাসবুনাল্লাহ অনি'মাল অকীল।
সুতরাং প্রতিটি মু'মীন ব্যক্তির উচিত দৃঢ়-প্রত্যয়ী হওয়া এবং বিপদে 'হাসবুনাল্লাহ অনি'মাল অকীল' পাঠ করা যার অর্থ - আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক । { বুখারী হা/৪৫৬৩,৪৫৬৪,রিয়াযুস সালেহীন হা/৭৭ }
আল্লাহ্ বলেন:
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ
“তোমরা যদি মুমিন হয়ে থাকে তবে আল্লাহর উপরেই ভরসা কর।” [সূরা মায়েদা- ২৩]

তিনি আরও বলেন:
وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
“মু’মিনগণ যেন একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে।” [সূরা তওবা- ৫১]

তিনি আরও এরশাদ করেন:
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন।” [সূরা ত্বলাক- ৩]

তিনি আরও বলেন:
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
“যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ্ ভরসা কারীদের ভালবাসেন।” [সূরা আল ইমরান- ১৫৯]

No comments:

Post a Comment