Saturday, November 24, 2018

মৃতদেরকে গালি দেয়া নিষেধঃ



No automatic alt text available.


মৃতদেরকে গালি দেয়া নিষেধঃ
------
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা মৃতদেরকে গালি দিও না। কারন, তারা স্বীয় কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে’’( বুখারী ১৩৯৩)
মৃত ব্যক্তিদেরকে গালি-গালাজ করলে জীবিতরাও কষ্ট পায়ঃ
মুগীরা বিন শুবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ''মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না, (যদি দাও) তাহলে জীবিতদেরকেই কষ্ট দিলে’’ 
[তিরমিযি ১৯৮২ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)]

এখন প্রশ্ন হল এখানে মৃতদের বলতে কাদের কথা বলা হয়েছে শুধু কি মুসলিম নাকি সকল মানুষদের ?
উত্তর দিয়েছেন শাইখ আব্দুল্লাহিল হাদি ঃ--- মৃত্যু ব্যক্তিকে গালি দেয়ার নিষেধাজ্ঞা কেবল মুসলিমদের জন্য। কাফের, মুনাফিক বা প্রকাশ্যপাপাচারীর দোষত্রুটি সমালোচনা করা জায়েজ। যাতে মানুষকে তার অন্যায় ও অপকর্ম সম্পর্কে সতর্ক করা যেতে পারে।

No comments:

Post a Comment