Thursday, August 28, 2014

সূরা বাকারার মর্যাদা



Photo: ‎সূরা বাকারার মর্যাদা
☼ ------------------------------
عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُأَنَّ رَسُوْلَ اللهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ . رواه مسلم والنسائي والترمذي
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“তোমাদের গৃহগুলোকে কবরস্থানে পরিণত কর না। কেননা যে গৃহে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করে।”
(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, নাসাঈ ও তিরমিযী)

☼ ------------------------------
و عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ:"اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ الشَّيْطَانَ لا يَدْخُلُ بَيْتًا يُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ".رواه الحاكم موقوفا هكذا وقال صحيح على شرطهما
আবদুল্লাহ্ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, “তোমরা গৃহে সূরা বাকারা পাঠ কর। কেননা যে গৃহে সূরা বাকারা পাঠ করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না।”
(হাদীছটি হাকেম মাওকূফ সূত্রে বর্ণনা করেছেন)
হাফেয ইবনে হাজার বলেন, পূর্বের মাওকূফ সূত্রের বর্ণনার মাধ্যমে এই মারফূ’ সনদটি হাসান পর্যায়ের।
☼ ------------------------------
وعن ابن بريدة عن أبيه رَضِيَ اللهُ عَنْهُ مرفوعا " تَعَلَّمُوا سُورَةَ الْبَقَرَةِ، وَآلِ عِمْرَانَ ؛ فَإِنَّهُمَا الزَّهْرَاوَانِ يُظِلَّانِ صَاحِبَهُمَا يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ غَيَايَتَانِ أَوْ فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ،. رواه الحاكم وقال صحيح على شرط مسلم
ইবনে বুরায়দা, তাঁর পিতা থেকে মারফূ’ সূত্রে বর্ণনা করেন।
“তোমরা সূরা বাকারা ও আল ঈমরান শিক্ষা কর। কেননা এ দু’টি যাহ্রাওয়ান , অর্থাৎ কিয়ামত দিবসে উহার পাঠকারীকে ছায়া দান করবে, উহা যেন মেঘমালা বা ছায়া হিসেবে উপস্থিত হবে। অথবা উহা হবে পাখিদের দু’টি ঝাঁক যারা পরস্পর মিলিত অবস্থায় ডানা মেলে ছায়া দিবে।
(হাদীছটি বর্ণনা করেছেন হাকেম। তিনি বলেন, মুসলিমের শর্তানুযায়ী হাদীছটি সহীহ)
☼ -----------------------------

وعن سهل بن سعد رَضِيَ اللهُ عَنْهُقَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا، وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ...". رواه ابن حبان في صحيحه
সাহল সা’দ (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“নিশ্চয় প্রত্যেক বস্তুর একটি চুড়া বা শিখর থাকে, আল কুরআনের চুড়া হচ্ছে সূরা বাকারা।”
(হাদীছটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান, হাসান লি গাইরিহী))‎

সূরা বাকারার মর্যাদা
☼ ------------------------------
عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُأَنَّ رَسُوْلَ اللهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ . رواه مسلم والنسائي والترمذي
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“তোমাদের গৃহগুলোকে কবরস্থানে পরিণত কর না। কেননা যে গৃহে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করে।”
(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, নাসাঈ ও তিরমিযী)

☼ ------------------------------
و عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ:"اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ الشَّيْطَانَ لا يَدْخُلُ بَيْتًا يُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ".رواه الحاكم موقوفا هكذا وقال صحيح على شرطهما
আবদুল্লাহ্ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, “তোমরা গৃহে সূরা বাকারা পাঠ কর। কেননা যে গৃহে সূরা বাকারা পাঠ করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না।”
(হাদীছটি হাকেম মাওকূফ সূত্রে বর্ণনা করেছেন)
হাফেয ইবনে হাজার বলেন, পূর্বের মাওকূফ সূত্রের বর্ণনার মাধ্যমে এই মারফূ’ সনদটি হাসান পর্যায়ের।
☼ ------------------------------
وعن ابن بريدة عن أبيه رَضِيَ اللهُ عَنْهُ مرفوعا " تَعَلَّمُوا سُورَةَ الْبَقَرَةِ، وَآلِ عِمْرَانَ ؛ فَإِنَّهُمَا الزَّهْرَاوَانِ يُظِلَّانِ صَاحِبَهُمَا يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ غَيَايَتَانِ أَوْ فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ،. رواه الحاكم وقال صحيح على شرط مسلم
ইবনে বুরায়দা, তাঁর পিতা থেকে মারফূ’ সূত্রে বর্ণনা করেন।
“তোমরা সূরা বাকারা ও আল ঈমরান শিক্ষা কর। কেননা এ দু’টি যাহ্রাওয়ান , অর্থাৎ কিয়ামত দিবসে উহার পাঠকারীকে ছায়া দান করবে, উহা যেন মেঘমালা বা ছায়া হিসেবে উপস্থিত হবে। অথবা উহা হবে পাখিদের দু’টি ঝাঁক যারা পরস্পর মিলিত অবস্থায় ডানা মেলে ছায়া দিবে।
(হাদীছটি বর্ণনা করেছেন হাকেম। তিনি বলেন, মুসলিমের শর্তানুযায়ী হাদীছটি সহীহ)
☼ -----------------------------

وعن سهل بن سعد رَضِيَ اللهُ عَنْهُقَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا، وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ...". رواه ابن حبان في صحيحه
সাহল সা’দ (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“নিশ্চয় প্রত্যেক বস্তুর একটি চুড়া বা শিখর থাকে, আল কুরআনের চুড়া হচ্ছে সূরা বাকারা।”
(হাদীছটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান, হাসান লি গাইরিহী))

No comments:

Post a Comment