Wednesday, September 17, 2014

নিজে ধূমপান ছেড়ে দিন, অন্যকে সতর্ক করে দিন, সুস্থ থাকুন।




ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর স্যার রিচার্ড ডল এর নেতৃত্বে একদল গবেষক ধূমপায়ী এবং অধূমপায়ীদের জীবণকালের পার্থক্যের উপর ভিত্তি করে এই গবেষণা করেন। তারা গবেষণা করে দেখেন স্বাভাবিকভাবে একজন ধূমপায়ী একজন অধূমপায়ী এর চেয়ে ৬.৫ বছর কম বাঁচেন এবং একজন ব্যক্তি যদি তার জীবণকালে ১৭ বছর বয়স থেকে প্রতি বছর গড়ে ৫,৭৭২ টা সিগারেট খান তাহলে তার মৃত্যুর আগে ৭১ বছর বয়স পর্যন্ত সে সর্বমোট ৩১১,৬৮৮ টা সিগারেট খেয়েছেন। সে হিসেবে "একটি সিগারেট একজন পুরুষ ধূমপায়ীর জীবণ থেকে ১১ মিনিট কেড়ে নিচ্ছে"। সূত্রঃ বিবিসি নিউজ
এবার হিসেব করে দেখুন আপনি আপনার আয়ু কতটুকু কমিয়ে ফেলেছেন।
নিজে ধূমপান ছেড়ে দিন, অন্যকে সতর্ক করে দিন, সুস্থ থাকুন।
আপনার ধূমপায়ী বন্ধুর সাথে শেয়ার করুন।।

No comments:

Post a Comment