Monday, October 13, 2014

Saying of Imam Ghazzali (RA):




জনপ্রিয় নানা অত্যাধুনিক জাহেলিয়াতের আকর্ষণ তথা স্বার্থের জুয়াখেলায় মত্ত এই বিচিত্র পৃথিবীতে আমরা এতটাই ব্যস্ত যে জীবনের জন্য ধ্রুব মৃত্যুর কথাটাই ভুলে গেছি। এমনকি সামনে দিয়ে মৃত মানুষের লাশ নিয়ে গেলেও মনে হয় না মরব। অথচ ঠিক আগামী কালই আমাদের সবাইকে নিম্ন মানের সেলাইবিহীন এক টুকরা কাফনের কাপড় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এর পরও মানুষ পিতা-মাতার খোঁজ-খবর রাখে না, মিথ্যা বলে কিংবা ঘুষ খায়। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দরকার। এক্ষেত্রে নিজের কাফনের কাপড়টুকু কিনে বার বার দৃশ্যমান হয় এরকম কোনো জায়গায় রাখা যেতে পারে।

No comments:

Post a Comment