Friday, December 26, 2014

Hadith from Sahihayan



● প্রশ্নঃ সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি?
উত্তরঃ শুক্রবার।
● প্রশ্নঃ ইমামের খুতবা চলাবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি?
উত্তরঃ যারা কথা বলবে তারা জুমআর ছওয়াব থেকে বঞ্চিত হবে।
● প্রশ্নঃ ইমামের খুতবা চলাবস্থায় ঘূম আসলে হুকুম কি?
উত্তরঃ স্থান পরিবর্তন করবে
● প্রশ্নঃ বিশেষভাবে সপ্তাহের কোন্ দিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি বেশী বেশী দরূদ পাঠ করা মুস্তাহাব?
উত্তরঃ শুক্রবার।
● প্রশ্নঃ ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে?
উত্তরঃ ২ রাকাত নামায পড়ে বসবে।
● প্রশ্নঃ বিশেষভাবে সপ্তাহের কোন্ দিন সূরা কাহফ পড়া মুস্তাহাব?
উত্তরঃ শুক্রবার।
● প্রশ্নঃ জুম্মার দিন এমন একটি সময় আছে যখন দুয়া কবুল হয়, তা কখন?
উত্তরঃ শুক্রবার আসর এর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত

No comments:

Post a Comment