Wednesday, March 11, 2015

ক্ষমা ও মহাপুরষ্কারঃ



'‎ক্ষমা ও মহাপুরষ্কারঃ
==============
ক্ষমা ও মহাপুরষ্কারের ব্যাপারে আপনি কি আশাবাদী? যদি আশাবাদী হয়ে থাকেন, তবে নিচের গুনগুলো কি অর্জন করতে পেরেছেন?

✔আপনি কি মুসলীম অর্থাৎ নিজের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছেন?

✔আপনি কি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছেন? অর্থাৎ চিন্তা ও কর্মের যে পথ কুরআন ও মুহাম্মাদ ﷺ দেখিয়েছেন সেটিই সোজা ও সঠিক পথ এবং তারই অনুসরণের মধ্যে আমাদের সাফল্য নিহিত, এটি মেনে চলছেন?

✔ আপনি কি সত্যিকারের আনুগত্যকারী?
আপনি এমন নন যে, আল্লাহ ও তাঁর রসূল ﷺ যে কাজের হুকুম দিয়েছেন তাকে সত্য বলে মেনে নিয়েছেন ঠিকই কিন্তু কার্যত তার বিরুদ্ধাচরণ করছেন না এবং আল্লাহ ও তাঁর রসূল ﷺ যেসব কাজ করতে নিষেধ করেছেন নিজেরা আন্তরিকভাবেই সেগুলোকে এড়িয়ে চলছেন?

✔ আপনি কি সত্যবাদী?
আপনারে জীবনে কি মিথ্যা, প্রতারণা, অসৎ উদ্দেশ্য, ঠগবৃত্তি ও ছলনা পাওয়া যায় না?

✔ আপনি কি ধৈর্য্যশীল?
আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশিত সোজা সত্য পথে চলার পথে যে বাধাই আসে, যে বিপদই দেখা দেয়, যে কষ্টই সহ্য করতে হয় এবং যে সমস্ত ক্ষতির মুখোমুখি হতে হয়, দৃঢ়ভাবে ধৈর্যের সাথে তার মোকাবিলা করেন?

✔ আপনি কি বিনীতভাবে সালাত আদায়কারী? 

✔আপনি কি আল্লাহর রাস্তায় দান-সদকাকারী?
আপনি কি যাকাতের পাশাপাশি সদকা আদায়কারী? আল্লাহর সন্তুষ্টির জন্য উন্মুক্ত হৃদয়ে নিজেদের অর্থ ব্যয় করেন। কোন এতিম, রুগ্ন, বিপদাপন্ন, দুর্বল, অক্ষম, গরীব ও অভাবী ব্যক্তিকে আপনি হতাশ করেন না?

✔আপনি কি সাওম পালনকারী?
বিনা কারনে বছরের ৩০ সাওম আপনার ভঙ্গ হয় না, তাই না? ফরজ সাওমের পাশাপাশি আপনি ফজিলতপূর্ণ নফল সাওমগুলোও পালন করার চেষ্টা করেন, তাই না?

✔ আপনার কি পুত-পবিত্র?
আপনি যিনা তো করেন না বরং তার ধারে কাছেও যান না? 
আপনার পোশাক এতটা সূক্ষ্ম নয় যে তার মধ্য দিয়ে শরীর দেখা যায় অথবা এমন আটসাঁট নয় যার ফলে তার সাহায্যে দৈহিক কাঠামো ও দেহের উঁচু-নীচু অংগ সবই সুস্পষ্ট হয়ে ওঠে?

✔আপনি আল্লাহর জিকরকারী?
আপনি কি আহার করলে "বিসমিল্লাহ",  আহার শেষে 'আলহামদুলিল্লাহ'  বলেন? আল্লাহকে স্মরণ করে ঘুমান এবং ঘুম ভাঙলে আল্লাহর নাম নিয়ে উঠেন? কথাবার্তায় মুখে বারবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন-শা-আল্লাহ, মাশাআল্লাহ এবং এ ধরনের অন্য শব্দ ও বাক্য বারবার উচ্চারিত হয়? 
দৈনন্দিক প্রত্যেক ব্যাপারে বারবার আল্লাহর সাহায্য কামনা করেন, প্রত্যেকটি নিয়ামত লাভ করার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রত্যেকটি বিপদ আসার পর তাঁর রহমতের প্রত্যাশী থাকেন? 
!
আপনি পুরুষ হউন বা মহিলা হউন না কেন, উপরোক্ত বৈশিষ্ট্যাবলী যদি আপনার ভিতর লালন করে থাকেন তবে আপনার জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে ক্ষমা ও মহাপুরষ্কার। মহান আল্লাহ বলেন,
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
-নিশ্চয়ই, মুসলিম পুরুষ ও মুসলিম নারী; মু’মিন পুরুষ ও মু’মিন নারী; অনুগত পুরুষ ও অনুগত নারী; সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী; ধৈর্য্যশীল পুরুষ ও ধৈর্য্যশীল নারী; বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী; দানশীল পুরুষ ও দানশীল নারী; সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী; লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের হেফাজতকারী নারী আর আল্লাহ্‌কে অধিক স্মরনকারী পুরুষ ও স্মরণকারী নারী -আল্লাহ্ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার!
[সূরা আহযাব ৩৫]‎'

ক্ষমা ও মহাপুরষ্কারঃ
==============
ক্ষমা ও মহাপুরষ্কারের ব্যাপারে আপনি কি আশাবাদী? যদি আশাবাদী হয়ে থাকেন, তবে নিচের গুনগুলো কি অর্জন করতে পেরেছেন?

✔আপনি কি মুসলীম অর্থাৎ নিজের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছেন?

✔আপনি কি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছেন? অর্থাৎ চিন্তা ও কর্মের যে পথ কুরআন ও মুহাম্মাদ ﷺ দেখিয়েছেন সেটিই সোজা ও সঠিক পথ এবং তারই অনুসরণের মধ্যে আমাদের সাফল্য নিহিত, এটি মেনে চলছেন?

✔ আপনি কি সত্যিকারের আনুগত্যকারী?
আপনি এমন নন যে, আল্লাহ ও তাঁর রসূল ﷺ যে কাজের হুকুম দিয়েছেন তাকে সত্য বলে মেনে নিয়েছেন ঠিকই কিন্তু কার্যত তার বিরুদ্ধাচরণ করছেন না এবং আল্লাহ ও তাঁর রসূল ﷺ যেসব কাজ করতে নিষেধ করেছেন নিজেরা আন্তরিকভাবেই সেগুলোকে এড়িয়ে চলছেন?

✔ আপনি কি সত্যবাদী?
আপনারে জীবনে কি মিথ্যা, প্রতারণা, অসৎ উদ্দেশ্য, ঠগবৃত্তি ও ছলনা পাওয়া যায় না?

✔ আপনি কি ধৈর্য্যশীল?
আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশিত সোজা সত্য পথে চলার পথে যে বাধাই আসে, যে বিপদই দেখা দেয়, যে কষ্টই সহ্য করতে হয় এবং যে সমস্ত ক্ষতির মুখোমুখি হতে হয়, দৃঢ়ভাবে ধৈর্যের সাথে তার মোকাবিলা করেন?

✔ আপনি কি বিনীতভাবে সালাত আদায়কারী?

✔আপনি কি আল্লাহর রাস্তায় দান-সদকাকারী?
আপনি কি যাকাতের পাশাপাশি সদকা আদায়কারী? আল্লাহর সন্তুষ্টির জন্য উন্মুক্ত হৃদয়ে নিজেদের অর্থ ব্যয় করেন। কোন এতিম, রুগ্ন, বিপদাপন্ন, দুর্বল, অক্ষম, গরীব ও অভাবী ব্যক্তিকে আপনি হতাশ করেন না?

✔আপনি কি সাওম পালনকারী?
বিনা কারনে বছরের ৩০ সাওম আপনার ভঙ্গ হয় না, তাই না? ফরজ সাওমের পাশাপাশি আপনি ফজিলতপূর্ণ নফল সাওমগুলোও পালন করার চেষ্টা করেন, তাই না?

✔ আপনার কি পুত-পবিত্র?
আপনি যিনা তো করেন না বরং তার ধারে কাছেও যান না?
আপনার পোশাক এতটা সূক্ষ্ম নয় যে তার মধ্য দিয়ে শরীর দেখা যায় অথবা এমন আটসাঁট নয় যার ফলে তার সাহায্যে দৈহিক কাঠামো ও দেহের উঁচু-নীচু অংগ সবই সুস্পষ্ট হয়ে ওঠে?

✔আপনি আল্লাহর জিকরকারী?
আপনি কি আহার করলে "বিসমিল্লাহ", আহার শেষে 'আলহামদুলিল্লাহ' বলেন? আল্লাহকে স্মরণ করে ঘুমান এবং ঘুম ভাঙলে আল্লাহর নাম নিয়ে উঠেন? কথাবার্তায় মুখে বারবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন-শা-আল্লাহ, মাশাআল্লাহ এবং এ ধরনের অন্য শব্দ ও বাক্য বারবার উচ্চারিত হয়?
দৈনন্দিক প্রত্যেক ব্যাপারে বারবার আল্লাহর সাহায্য কামনা করেন, প্রত্যেকটি নিয়ামত লাভ করার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রত্যেকটি বিপদ আসার পর তাঁর রহমতের প্রত্যাশী থাকেন?
!
আপনি পুরুষ হউন বা মহিলা হউন না কেন, উপরোক্ত বৈশিষ্ট্যাবলী যদি আপনার ভিতর লালন করে থাকেন তবে আপনার জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে ক্ষমা ও মহাপুরষ্কার। মহান আল্লাহ বলেন,
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
-নিশ্চয়ই, মুসলিম পুরুষ ও মুসলিম নারী; মু’মিন পুরুষ ও মু’মিন নারী; অনুগত পুরুষ ও অনুগত নারী; সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী; ধৈর্য্যশীল পুরুষ ও ধৈর্য্যশীল নারী; বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী; দানশীল পুরুষ ও দানশীল নারী; সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী; লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের হেফাজতকারী নারী আর আল্লাহ্‌কে অধিক স্মরনকারী পুরুষ ও স্মরণকারী নারী -আল্লাহ্ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার!
[সূরা আহযাব ৩৫]

No comments:

Post a Comment