Thursday, April 30, 2015

গনতন্ত্র বনাম ইসলাম




গনতন্ত্র বনাম ইসলাম
আল্লাহ তালা বলেন : " তাদের কি এমন কতগুলো ইলাহ্ (উপাস্য) আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দ্বীনের, যার অনুমতি আল্লাহ্ দেন নাই? ফয়সালার ঘোষনা না থাকলে তাদের বিষয়ে তো সিন্ধান্ত হয়ে যেত "
( সূরা আশ - শুরা ৪২ : ২১)
ব্যখ্যা : গনতন্ত্র ব্যবস্থায় সংসদে সংবিধান, আইন প্রনয়ণ করে। যার দ্বারা দেশ পরিচালিত হয়।সংসদে সাংসাদরা আইন প্রনয়ন করে এটাই প্রমাণ করে যে, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই বিধান দিবে। আর তারা এই বিধান প্রনয়ন করে নিজেদেরকে বিধানদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছ।
এবং তারা ত্বাগুতের কাছে বিচার প্রার্ধী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়ছে। " (সূরা নিসা ৪ : ৬০)
ব্যখ্যা : মুজাহিদ (রহ) বলেন, "ত্বাগুত (উপাস্য) হচ্ছে মানুষরূপী শয়তান যার কাছে মানুষ বিচার ফয়সালার জন্যে যায় এবং তারা তাকে অনুসরণ করে। "
শায়খুল ইসলাম ইব্ন তাইিময়্যাহ (রহ) বলেন, " আর এ কারণেই, যে কুরআন নির্দেশিত বিধান ছাড়া বিচার ফয়সালা করে না সে হচ্ছে 'ত্বাগুত '।
শায়খ মাকবিল রাহিমাহুল্লা বলেছেনঃ
“গণতন্ত্র হচ্ছে তাগুত। যেব্যক্তি গণতন্ত্র কি সেটা জানে, তার দিকে মানুষকে দাওয়াত দেয়, জেনে শুনে গণতন্ত্রকে মেনে নেয় (সমর্থন করে), সে ব্যক্তি মুসলিম নয় সে কাফের”।
শায়খ সালেহ আল-ফাওজান বলেনঃ
“গণতন্ত্র হচ্ছে কাফেরদের মাযহাব।”

No comments:

Post a Comment