Thursday, April 30, 2015

রাষ্ট্রীয়-ক্ষমতা দিতে পারে কে?




আসসালামু আলাইকুম
রাষ্ট্রীয়-ক্ষমতা দিতে পারে কে?
মহান আল্লাহর হাতেই মানুষের সম্মান-অসম্মান, তাঁরই হাতে আছে সর্বময় কর্তৃত্ব, তিনিই সকল শক্তির আধার। তাই তিনি বান্দাকে শিখিয়েছেন, সেই কথা বলে তাঁর প্রশংসা করতে।
{قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ}
(২৬) سورة آل عمران
অর্থাৎ, বল, 'হে রাজ্যাধিপতি আল্লাহ! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান কর এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত কর এবং যাকে ইচ্ছা অপমানিত কর। (যাবতীয়) কল্যাণ তোমার হাতেই। নিশ্চয় তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। (আলে ইমরান : ২৬)
বহু মুসলিম নেতা আছেন, যাঁরা ক্ষমতায় আসার জন্য মানুষের কাছে ভোট চান এবং সেই সাথে কোন মাযারে গিয়ে রাজনৈতিক ক্ষমতা ও ভোটের লড়াইয়ে বিজয় কামনা ক'রে শির্ক করেন। অথচ মহান আল্লাহ বলেন,
{وَاللّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ} (২৪৭) سورة البقرة
অর্থাৎ, (নবী বলল,) আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রাজত্ব দান করেন। আর আল্লাহ বিশাল অনুগ্রহশীল, প্রজ্ঞাময়।' (বাক্বারাহ : ২৪৭)
{قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللّهِ وَاصْبِرُواْ إِنَّ الأَرْضَ لِلّهِ يُورِثُهَا مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ}
(১২৮) سورة الأعراف
অর্থাৎ, মূসা তাঁর সম্প্রদায়কে বলল, 'আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধারণ কর, রাজ্য তো আল্লাহরই! তিনি তাঁর দাসদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন এবং সাবধানীদের জন্যই তো শুভ পরিণাম!' (আ'রাফ : ১২৮)
বলা বাহুল্য, ক্ষমতার উৎস মানুষ নয়, মাযারও নয়। ক্ষমতার উৎস মহান আল্লাহর ইচ্ছা। সর্বক্ষমতার অধিপতি তিনিই ক্ষমতা বিতরণ ক'রে থাকেন পৃথিবীতে।
অবশ্য তাঁদের অনেকে মাযারে যান, কবরস্থ মৃতের কাছে চাইতে নয়, বরং তা দেখিয়ে উক্ত মাযার-ভক্তদের মনজয় ক'রে ভোট কুড়াতে। তবে সেটাও বৈধ নয়।
যেমন অনেক নেতা সাধারণ মুসলিম সমর্থকদের মনজয় করার জন্য নেতৃত্ব পাওয়া-মাত্র হজ্জ-উমরায় যান। যাতে লোকে মনে করে, তিনি 'আসলে মুসলমান'!
যেমন অনেক নেতা মসজিদের সামনে বেয়ে পার হলে এবং সেই সময় আযান হলে গাড়ি থামিয়ে আযানের প্রতি শ্রদ্ধা জানান। যাতে মুসলিমরা তাঁকে 'মুসলিম-দরদী' মনে করে এবং ভোটের ঝুলিতে সেই দরদ যথাসময়ে এসে পড়ে।
তাছাড়া দলের পরিচিতি-ব্যানার লাগিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করা ইত্যাদিতেও মানুষের মন লুটে ভোট কুড়ানোর রাজনীতি কারো অজানা নয়।

No comments:

Post a Comment