আল্লাহ তালা বলেন : " তাদের কি এমন কতগুলো ইলাহ্ (উপাস্য) আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দ্বীনের, যার অনুমতি আল্লাহ্ দেন নাই? ফয়সালার ঘোষনা না থাকলে তাদের বিষয়ে তো সিন্ধান্ত হয়ে যেত " ( সূরা আশ - শুরা ৪২ : ২১)
ব্যখ্যা : গনতন্ত্র ব্যবস্থায় সংসদে সংবিধান, আইন প্রনয়ণ করে। যার দ্বারা দেশ পরিচালিত হয়।সংসদে সাংসাদরা আইন প্রনয়ন করে এটাই প্রমাণ করে যে, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই বিধান দিবে। আর তারা এই বিধান প্রনয়ন করে নিজেদেরকে বিধানদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছ।
No comments:
Post a Comment