Wednesday, May 20, 2015

শবে বরাত --------------------------




আস সালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ,ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রসুলিল্লাহ।
-
শবে বরাত --------------------------
১.বরাত অর্থ ভাগ্য তথা ফার্সি শবে বরাত মানে ভাগ্য রজনী বলার পক্ষে কোন সঠিক প্রমাণ নেই। এ ছাড়া ভাগ্য রজনীর আরবী শব্দ হলো: লাইলাতুল ক্বদর যা আমাদের রমজানের শেষ দশকে রয়েছে। তাই ভাগ্য রজনীর আরবী শব্দ লাইতুল ক্বদর ব্যবহার না করে ফার্সী বলার পেছনে রহস্য ও উদ্দেশ্য কী? আরো মনে রাখতে হবে যে, আমাদের দ্বীন আরবী অর্থাৎ- দ্বীনের মূল উৎস কুরআন ও হাদীস আরবী ভাষায়। অতএব, ঘরের শত্রু ইরানীদের ফার্সী শবে বরাত বলে দিচ্ছে যে, ডাল মে কুচ কালা হায়। আর শবে বরাতকে ভাগ্য রজনী প্রমাণ করার জন্য অপচেষ্টা করাও একটি বড় অপরাধ।
২. শবে বরাত কী?
শবে বরাত বলতে আমাদের সমাজে মনে করা হয় যে:
(ক) ইহা ভাগ্য রজনী ও ভাগ্য পরিবর্তনের রাত।
(খ) ইহা সাধারণ ক্ষমার রাত্রি।
(গ) এ রাতে কুরআন কারীম নাজিল হয়েছে।
(ঘ) এ রাতে বয়স ও রিজিক বৃদ্ধি করা হয়।
(ঙ) এ রাতে হায়াত ও মউত লেখা হয়।
(চ) এ রাতে সমস- রুহগুলো জমিনে নেমে আসে।
(ছ) এ দিনে ওহুদের যুদ্ধে কাফেররা নবী [সা:]-এর দাঁত মোবারক ভেঙ্গে দেয়।
(জ) বিবিধ।
৩. শবে বরাতে যা করা হয়?
(ক) সরকারী ছুটি ঘোষণা ও বিভিন্ন মিডিয়াতে বহুল প্রচার ও প্রসার।
(খ) সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন সেমিনার ও আলোচনা সভা এবং অনুষ্ঠান করা।
(গ) গোসল করা ও নতুন পোশাক ও আতর ব্যবহার করা।
(ঘ) সারা রাত ধরে একশ রাকাত সালাত আদায় ও দিনভরে রোজা রাখা।
(ঙ) হালুয়া, রুটি, মাংস পাকানো।
(চ) আগরবাতি, মোমবাতি জ্বালানো ও আলোকসজ্জা করা।
(ছ) পটকা ফুটানো।
(জ) কবর জিয়ারত করা।
(ঝ) স্বামীর সাথে রুহানী সাক্ষাতের আশায় বিধবাদের সারা রাত বসে অপেক্ষা করা।
(ঞ) মৃতদের জন্য দান-খয়রাত ও মোল্লা ভাড়া করে দোয়া করানো।
(ট) গত এক বছরের মৃতদের পূর্বের মৃত্যু আত্মার সাথে রুহ মিলানো অনুষ্ঠান করা।
৪. এ সবের ভিত্তি কী?
এ সবরে পেছনে কাজ করে ধর্মীয় অনুভূতি, বাতিল আকীদা, জাল ও দুর্বল হাদীস, মিথ্যা কেসসা-কহেনী এবং এক শ্রেণীর মোল্লাদের ধর্মের নামে পেট-পকেটের ব্যবসা। এ ছাড়া রয়েছে মতলববাজদের কুরআন ও সহীহ হাদীসের ইচ্ছামত অপব্যাখ্যা।
-সাইখ সাইফুদ্দিন বেলাল মাদানি

No comments:

Post a Comment