Friday, May 29, 2015

শাবান মাসের নফল রোজা কেমন হবে?




আস সালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ,ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রসুলিল্লাহ।
-
শাবান মাসের নফল রোজা কেমন হবে?
‪#‎কেউ‬ যদি চায় তবে শাবানের ১ম ১৫ দিন একাধারে রোজা রাখবে বা প্রতি সোম ও বৃহস্পতিবার গুলিতে রাখতে পারে। বা ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারে।
#কেউ যদি শাবানের ১ম ১৫ দিন কোন রোজা না রাখে তবে এর পর ওই মাসে আর কোন রোজা রাখবে না। তবে ১ম দিকে কয়েকটা রাখলে শেষের দিকেও রাখতে পারবে।
#কেউ যদি আগের মাস গুলিতে ১৩ ১৪ ১৫ আইয়ামে বীজের রোজা রেখে অভ্যাস থাকে তবে শাবান মাসেও এই দিন গুলিতে রোজা রাখবে কিন্তু শুধু এই মাসে এই দিন গুলিতে রোজা রাখবে না।
‪#‎শাবান‬ মাস শেষে রামাদানের ২-৩ দিন আগে আর রোজা রাখবে না।
#শাবান মাসের শেষ দিন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারনে চাঁদ না দেখা যায় তবে পরের দিন রামাদান হতে পারে এই সন্দেহে রোজা রাখবে না। বরং শাবান মাস ৩০ পূর্ণ করবে।

No comments:

Post a Comment