Wednesday, May 6, 2015

আপনার সন্তান কি কথা বলা শুরু করেছে? আপনে তাকে কি শিখাচ্ছেন?




আপনার সন্তান কি কথা বলা শুরু করেছে? আধো আধো ভাষায় কথা বলছে? আলহামদুলিল্লাহ! আপনে তাকে কি শিখাচ্ছেন?
1. হাট্টিমাটিম টিম, 
তারা মাঠে পাড়ে ডিম। 
2. আম পাতা জোড়া জোড়া,
মারবো চাবুক চড়বে ঘোড়া।
3. আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ,
ঢাক ঢোল ঝাঁঝর বাজে।
এইসবে কি শিখার আছে? আপনার উচিত তাকে তার সৃষ্টকর্তার নাম শিক্ষা দেয়া। কালেমা শাহাদাহ শিক্ষা দেয়া। সূরা ইখলাস শিক্ষা দেয়া।কোরআন শিক্ষা দেয়া।
উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»
অর্থ: ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় ’’ [বুখারী: ৫০২৭]।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»
‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।’’ [সুনান আত-তিরমিযি:২৯১
আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ»
অর্থ:‘তোমরা কুরআন তিলাওয়াত কর, কারণ, কুরআন কেয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে’ [মুসলিম: ১৯১০]।
۞ আল্লাহ যেন আমাদের মুসলিম পিতা -মাতাকে তাদের সন্তাদের ছোট বেলা থেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তোলার তাওফিক দান করেন। আমীন।।।

No comments:

Post a Comment