Monday, May 4, 2015

সিদ্ধান্ত আপনার



☛ সিদ্ধান্ত আপনার ණ
দুইটির বেশী সন্তান নয়
একটি হলে ভালো হয়!
মুসলমানদের সংখ্যা কমানোর কি পরিকল্পনা???
রাসূল (সা) বলেন : তোমরা স্নেহপরায়ণ! বেশী সন্তান দান কারিণী কে বিবাহ করো, কেননা আমি কিয়ামতের দিন তোমাদের আধিক্যের দ্বারা সমস্ত নাবীদের সাথে অহঙ্কার করবো।
(আহমদ, ত্বাবারানী)
আযল সম্পর্কে রাসূল (সা) বলেন : এটা হল গোপন হত্যা।
(মুসলিম, আহমদ,বাইহাকী)
*** আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে রয়েছে মহা সাফল্য
যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে সাফল্য লাভ করে-মহা সাফল্য। (সূরা আহযাব, আয়াত: ৭১)
আল্লাহ তা’আলা বলেন,
“আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানী করবে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করাবেন, সে তাতে চিরকাল থাকবে এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে”। ( সূরা নিসা, আয়াত: ১৪)

No comments:

Post a Comment