Tuesday, May 5, 2015

আযানের সময় মহিলাদের মাথায় ঘোমটা দেওয়া




আযানের সময় মহিলাদের মাথায় ঘোমটা দেওয়া
আমাদের দেশের অনেক মা বোনদের দেখা যায়, আযানের ধ্বনি শোনা মাত্র তারা মাথায় ঘোমটা দেন। কখনও ভেবে দেখেছেন এমনটা কেন করা হয়? এটাই কি ইসলামের সঠিক রীতি কিনা? এইখানে দুইটি বিষয় লক্ষ্যনীয়-
* মাথায় ঘোমটা কখন দেওয়া উচিৎ?
নারীদের মুখমণ্ডল ও হাতের কব্জি ছাড়া শরীরের সমস্ত কিছুই তাদের লজ্জাস্থান। যা গায়ের মাহরাম বা পরপুরুষের সামনে সর্বাবস্থায় ঢেকে রাখতেই হবে। কাজেই আযান শুনে নয় বরং মাহরাম ছাড়া অন্য যেকোনো পুরুষের সামনে মাথাসহ সমস্ত শরীর ভালভাবে ঢেকে রাখা ফরজ। আযানের সাথে মাথা ঢেকে ফেলার কোন সম্পর্ক নেই।
* আযান শুনলে কি করা উচিৎ?
আযানের ধ্বনি শুনে নারী পুরুষ সকলের করনীয় হল- আযানে যা বলা হতে থাকে তার জবাব দেওয়া। এবং আযান শেষে এই দোয়া পাঠ করা - 'আল্লা-হুম্মা রাব্বা হা-যিহিদ দা'অতিত্ তা-ম্মাহ, অসস্বালা-তিল ক্বা-ইয়িমাহ, আ-তি মুহাম্মাদানিল অসীলাতা অনফাযীলাহ, অবাষহু মাক্বা-মাম মাহমুদানাল্লাযী অয়াত্তাহ।' অর্থঃ 'হে আল্লাহ এই পূর্ণাংগ আহবান ও প্রতিষ্ঠা লাভকারী নামাযের প্রভু! মুহাম্মাদ(সাঃ) কে তুমি অসীলা(জান্নাতের এক উচ্চ স্থান) ও মর্যাদা দান কর এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছাও, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ।' [সহীহ মুসলিম ৩৮৬; তিরমিযী ২১০; নাসায়ী ৬৭৯; আবূ দাউদ ৫২৫; ইবনু মাজাহ ৭২১; আহমাদ ১৫৬৮]

No comments:

Post a Comment