Wednesday, May 6, 2015

অবৈধভাবে কাউকে হত্যা করা কবীরা গুনাহ




"কাউকে অন্যায়ভাবে হত্যার পরিবর্তে
হত্যা করা বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি
করার জন্যে হত্যা ছাড়া, যে ব্যক্তি
কাউকে অন্যায় ভাবে হত্যা করল সে যেন
সকল মানুষকেই হত্যা করল এবং যে কারো
জীবন রক্ষা করল সে যেন সকল মানুষের
জীবন রক্ষা করল।" (সূরা-মায়েদা, অধ্যায়-৫,
আয়াত-৩২)
•► অবৈধভাবে কাউকে হত্যা করা কবীরা
গুনাহ
"কাউকে অন্যায়ভাবে হত্যার পরিবর্তে
হত্যা করা বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি
করার জন্যে হত্যা ছাড়া, যে ব্যক্তি
কাউকে অন্যায় ভাবে হত্যা করল সে যেন
সকল মানুষকেই হত্যা করল এবং যে কারো
জীবন রক্ষা করল সে যেন সকল মানুষের
জীবন রক্ষা করল।" (সূরা-মায়েদা, অধ্যায়-৫,
আয়াত-৩২)
"যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে
হত্যা করবে তার শাস্তি জাহান্নাম।
তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার
উপর রাগ হন, তাকে অভিসম্পাত করেন এবং
তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে
রেখেছেন।" (সূরা-নিসা, অধ্যায়-৪,
আয়াত-৯৩)
"আব্দুল্লাহ বিন ‘আমর (রাঃ) থেকে বর্ণিত
তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন: আল্লাহর নিকট
সারা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও গুরুত্বর
বিষয় হচ্ছে কোন মুসলিমকে হত্যা
করা।" (তিরমিযী ১৩৯৫; নাসায়ী ৩৯৮৭; ইবনু
মাজাহ ২৬৬৮)

No comments:

Post a Comment