Wednesday, June 10, 2015

দুর্বল ঈমানের অনেক মানুষই পাপাচারী ও দুষ্কৃতিকারীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উঠাবসা করে থাকে।



আসসালামু আলাইকুম
দুর্বল ঈমানের অনেক মানুষই পাপাচারী ও দুষ্কৃতিকারীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উঠাবসা করে থাকে। এমনকি আল্লাহর দ্বীন এবং তাঁর অনুসারীদের প্রতি যারা অহরহ বিদ্রুপ করে, তাদের সঙ্গেও তারা দহরম-মহরম ও সম্পর্ক রেখে চলে। এমনকি অনেকেই তাদের সাথে উঠাবসা, চলা-ফেরা, খাওয়া-দাওয়া ও আত্মীয়তা সবই করে থাকে। অথচ এসমস্ত কাজগুলি যে একজন পরহেযগার ঈমানদার ব্যক্তির জন্য হারাম তাতে কোন সন্দেহ নেই। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿وَإِذَا رَأَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوْضُوْا فِي حَدِيْثٍ غَيْرِهِ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلاَ تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظَّالِمِيْنَ﴾
(الأنعام:৬৮)
অর্থঃ “(হে মুহাম্মাদ! (ছাল্লাল্লা-হু আলাইহি অ-সাল্লাম)) যখন আপনি তাদেরকে আমার কোন আয়াত বা বিধান সম্পর্কে উপহাসমূলক আলোচনায় মগ্ন দেখতে পান তখন আপনি তাদের থেকে দূরে সরে থাকুন, যে পর্যন্ত না তারা অন্য বিষয়ে আলোচনা শুরু করে। আর যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয়, তাহ’লে স্মরণে আসার পর যালিম সম্প্রদায়ের সঙ্গে আপনি আর বসবেন না” (আনআম,৬৮)।
অতএব ফাসিক ও মুনাফিকদের সাথে আত্মীয়তার সম্পর্ক যত গভীরই হৌক কিংবা তাদের সাথে সমাজ করাতে যত মজাই লাগুক আর তাদের কথা-বার্তা যত মধুর হৌক না কেন তাদের সাথে উাঠাবসা করা একজন সত্যিকার পরহেযগার মুসলমানের জন্য কোন রকমেই জায়েয নয়।
তবে হাঁ, যে ব্যক্তি তাদেরকে ইসলামের দা‘ওয়াত প্রদান করে, তাদের বাতিল আক্বীদার প্রতিবাদ করে কিংবা তাদেরকে অন্যায় থেকে নিষেধ করার জন্য তাদের নিকট যাতায়াত করে তাহলে সে উক্ত নির্দেশের আওতাভুক্ত হবে না। স্বেচ্ছায়, খুশীমনে ও কোন কিছু না বলে নীরবে তাদের সাথে মিলেমিশে থাকাটা বড় পাপের কাজ। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿يَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَإِنْ تَرْضَوْا عَنْهُمْ فَإِنَّ اللهَ لاَ يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفَاسِقِيْنَ ﴾
(التوبة:৯৬)
অর্থঃ “(হে ঈমানদারগণ! ঐ সমস্ত মুনাফিকরা) তারা তোমাদের নিকট শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। তবে যদি তোমরা তাদের (ঐ সমস্ত ফাসিকদের) প্রতি সন্তুষ্ট থাক তবে (জেনে রেখ) মহান আল্লাহ ফাসিক বা দুস্কৃতিকারী সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না” (আত-তাওবাহ,৯৬)।

No comments:

Post a Comment