Saturday, June 27, 2015

অর্থ, স্বর্ণ ও রূপার যাকাত




অর্থ, স্বর্ণ ও রূপার যাকাত---------------------
যাকাত ফরয হওয়ার শর্ত সমূহঃ যাকাত ফরয হওয়ার শর্ত হল ২টি।
-----------------------
.১-নেসাবের মালিক হওয়া-নেসাব মানে হল নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা অর্থের মালিক হওয়া যা শরিয়ত নির্দিষ্ট করেছে।সম্পদের প্রকারভেদ অনুযায়ী এর পরিমাণ ভিন্নরূপ হয়ে থাকে।
২-পুর্ন বছর অতিক্রান্ত হওয়া-সম্পদের বছর পুর্ণ হওয়া যাকাত ফরয হওয়ার আরেকটি গুরুত্তপুর্ণ শর্ত।কারো যদি নেসাব পরিমাণ টাকা ১ বছর স্থিতিশীল অবস্থায় থাকে তবে সেটাকার যাকাত দিতে হবে। কিন্তু যদি ১ বছর পুর্ন না হয় মানে হল ১ বছর হওয়ার আগেই নেসাব কমে গেল তাহলে যাকাত ফরয হবে না।
একইভাবে স্বর্ন ও রূপার ক্ষেত্রে যদি নিসাব পরিমাণ পুর্ন এক বছর পর্যন্ত স্থিতিশীল থাকে তবে যাকাত ফরয হবে।
স্বর্ণ ও রূপার যাকাতের নিসাবঃ
স্বর্ণের নিসাব হচ্ছে ২০ মিসকাল (দিনার) তথা ৮৫ গ্রাম।যদি কারো কাছে ৮৫ গ্রাম পরিমাণ বা অধিক স্বর্ণ ১ বছর (অর্থাৎ ১২ মাস) পর্যন্ত স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে বছর শেষ হলে যাকাত দিতে হবে।
রূপার নিসাব হচ্ছে ১৪০ মিসকাল (দিরহাম) তথা সৌদি আরবের রূপার দিরহাম অনুযায়ী ৫৬ রিয়াল অর্থাৎ ৫৯৫ গ্রাম।অর্থাৎ কারো কাছে ৫৯৫ গ্রাম বা এর অধিক রূপা ১ বছর কাল সময় পূর্ণ করলে এর যাকাত আদায় করতে হবে।
জমানো টাকার ক্ষেত্রেঃ
জমানো টাকার পরিমাণ যদি বাজারে স্বর্ণ বা রূপার নেসাব এর বাজার মূল্যের পরিমাণ বা অধিক থাকে তাহলে তার যাকাত দিতে হবে!
এখানে আমাদের একটু বুঝতে হবে। যদি কারো কাছে স্বর্ণ অথবা রূপার নেসাব পরিমাণ বাজার মূল্য ”টাকা” হিসেবে পুর্ণ ১ বছর জমা থাকে তাহলে তার যাকাত দিতে হবে।
এখানে নেসাব হিসেবে স্বর্ণকেও গ্রহণ করা যেতে পারে আবার রূপাকেও গ্রহণ করা যেতে পারে, এই সুযোগ দেয়া হয়েছে।
নেসাব পরিমাণ সম্পদের যাকাতের পরিমাণঃ
*****************************
অর্থ, স্বর্ণ ও রূপার শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে – বুখারী , মুসলিম**
স্বর্ণঃ
২০ দিনার বা ৮৫ গ্রাম ওজনের তথা সাড়ে সাত তোলা সোনা হলে ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। অর্থাৎ শতকরা আড়াই ভাগ স্বর্ণ বা স্বর্ণ মূল্য যাকাত হিসেবে দিতে হবে। – বুখারী , মুসলিম।
রূপাঃ
১৪০ দিরহাম বা ৫৯৫ গ্রাম অর্থাৎ সাড়ে ৫২ তোলা রূপা হলে তখন শতকরা আড়াই ভাগ রূপা অথবা রৌপ মূল্য যাকাত হিসেবে দিতে হবে। – বুখারী, মুসলিম।
টাকাঃ
বাজারে স্বর্ণ মূল্য অনুযায়ী কারো কাছে যদি ৮৫ গ্রাম স্বর্ণ এর বাজারমূল্য পরিমাণ অর্থ জমা থাকে তাহলে এর শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে।
অথবা
বাজারে রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি ৫৯৫ গ্রাম রূপার এর বাজারমূল্য পরিমাণ অর্থ জমা থাকে তাহলে এর শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে।
এক্ষেত্রে নিসাব পরিমাণ হিসেবে ব্যক্তি ইচ্ছামত স্বর্ণ বা রূপা যে কোনটিকে গ্রহণ করতে পারে।যদি কেউ রূপা কে নিসাব গ্রহণ করে তাহলে সেটা গরিবদের জন্য খুবই উত্তম হয়। তাই ওলামাগণ রূপাকে নিসাব গ্রহণে পরামর্শ দিয়ে থাকেন।

No comments:

Post a Comment