Sunday, June 28, 2015

সুন্নাতি লেবাসঃ




সুন্নাতি লেবাসঃ
----------------------
রসুল(সাঃ) তোফ মানে ঢিলেঢালা
লম্বা জামা পড়তেন যার দৈর্ঘ্য ছিল
হাটু থেকে গোড়ালির মাঝামাঝি
পর্যন্ত। এখন কেউ একটা পাঞ্জাবি
পড়ল যা হাটু পর্যন্ত। আর আমি একটা
তোফ পড়লাম যা প্রায় গোড়ালি ছুঁই-
ছুঁই। এখন যদি আমি মনে করি এটা পড়ে
আমি একটু বেশি সাওয়াব পাচ্ছি তবে
সেটা হবে বিদ’আত। কারণ জামার ধরণ বা
দৈর্ঘ্যের সাথে সাওয়াবের কোন
সম্পর্ক আল্লাহ বা তার রসুল(সাঃ)
করেননি। আমাদের দেশে সুন্নাতি
লেবাসের যে ধারণাটি প্রচলিত আছে
তা আসলে সুন্নাতি লেবাসের একটা
রূপ মাত্র, পুরো চিত্রটা নয়।
তবে একটা ব্যাপার পরিষ্কার করে
দেয়া উচিত। রসুল(সাঃ) কে ভালোবাসা
ঈমানের অঙ্গ। যে কেউ রসুল(সাঃ)কে
ভালোবেসে শরিয়াতের সীমার মধ্যে
কিছু করলে সেটা সে যাই করুক না কেন
সেজন্য সে সাওয়াব পাবে। তবে সে
সাওয়াব হবে ‘রসুল কে ভালোবাসা’-এই
মূলনীতির আওতায়। অর্থাৎ কেউ যদি
সবসময় টুপি পড়ে থাকে তবে সে রসুল
(সাঃ) কে ভালোবেসে অনুকরণ করার
কারণে সাওয়াব পাবে, কিয়ামাতের
বিপদে রসুলের সান্নিধ্য পাবে। কেউ
যদি লাউ খেতে ভালোবাসে এজন্য যে
রসুল(সাঃ) তা ভালোবাসতেন তবে রসুল
(সাঃ) কে ভালোবাসার কারণে সে
সাওয়াব পাবে – ‘লাউ খাওয়া’ এ
কাজটির কারণে সাওয়াব পাবেনা।

No comments:

Post a Comment