আসসালামু আলাইকুম
শুধু ধনীদেরকে ওয়ালীমায় দাওয়াত দেয়া হারাম ঃ
গরীব মানুষ বাদ দিয়ে শুধু ধনীদেরকে ওয়ালীমায় দাওয়াত দেওয়া নাজায়েয। শুধু ধনীদের জন্য তৈরি খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ
(بخاري ৫১৭৭)
আবু হুরায়রা (রা) বলেন, রাসূল(ﷺ) বলেছেন সর্বাপেক্ষা নিকৃষ্ট খাদ্য হচ্ছে ওয়ালীমার সেই খাদ্য যাতে ধনীদের দাওয়াত করা হয় আর গরীবদেরকে পরিহার করা হয়। যে ব্যক্তি দাওয়াত ত্যাগ করে সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে (বুখারী, মুসলিম, মিশকাত হাঃ/৩২১৮, বাংলা মিশকাত হাঃ/৩০৮০, বিবাহ অধ্যায়, ওয়ালীমা অনুচ্ছেদ)।
No comments:
Post a Comment