Saturday, June 27, 2015

বহুল প্রচলিত কয়েকটি জাল হাদিস ।




লোকে মুখে প্রচলিত হাজার হাজার জাল
হাদিসকে আজকাল আমরা ধর্মের অংশ
বলে মানা শুরু করে দিয়েছি। এই জাল
হাদিসগুলো যে ইসলাম সম্পর্কে
প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন
মানুষরাই শুধু প্রচার করে যাচ্ছে তা নয়,
এমনকি কিছু মসজিদের অপ্রাপ্ত
প্রশিক্ষণ নেওয়া ইমাম, বিভিন্ন ওয়াজ-
মাহফিলে আসা কিছু “আলেমকেও”
দেখবেন সেই হাদিসগুলোর সত্যতা যাচাই
না করে ব্যপক হারে প্রচার করে যাচ্ছেন।
এরকম বহুল প্রচলিত কয়েকটি জাল হাদিস
এখানে তুলে ধরলাম।
১. মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এটা
একটা জাল হাদীস।
২. দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান
অর্জন করো। এটাও একটা জাল হাদীস।
এটা মূলত আরবী ভাষার একটা প্রবাদ।
৩. আমার উম্মতের আলেমগনের মর্যাদা
বনী ইসরাইলের নবীগণের তুল্য। এটাও
একটা জাল হাদীস। মূল হাদীস টা হল
আলেমরা হল নবীগণের ওয়ারীশ।
৪. আলেমদের সাথে এক মুহুর্ত কাটানো ৬০
বছরের নফল ইবাদত থেকে উত্তম, কোন
আলেমের পিছনে ১ রাকাত নামায পড়া
নিজে নিজে ১০০০ রাকাত নফল নামায
পড়া থেকে উত্তম এগুলি সব জাল হাদীস।
হ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম নেককার লোকদের সাথে
উঠাবসা করতে বলেছেন কিন্তু এই জাতীয়
কথা উনি কখনো বলেন নি।
৫. স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত
এটাও একটা জাল হাদীস। মূল হাদীস টা
হল মায়ের পায়ের নিচে সন্তানের
বেহেশত।
৬. মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম,
মসজিদে দুনিয়াবী কথা বললে ৪০ বছরের
নেকী নষ্ট হয়ে যায় এগুলি সব জাল
হাদীস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম মসজিদে নব্বীর ভিতরেই
বিচার কার্য, জিহাদ সংক্রান্ত অনেক
আলোচনা করেছেন।
৭. মাথায় পাগরী পরে ২ রাকাত নামায
পাগড়ী বিহীন ৭০ রাকাত নামায পড়া
অপেক্ষা উত্তম এটাও একটা জাল হাদীস।
৮. বিবাহিত ব্যক্তির ২ রাকাত নামায
অবিবাহিত ব্যক্তির ৭০ রাকাত নামায
অপেক্ষা উত্তম এটাও একটা জাল হাদীস।
৯. মুমিনের ঝুটা ঔষধ এটাও একটা জাল
হাদীস। কখনো কোন তাবেঈন কোন
সাহাবীর খাবারের ঝুটা খাননি।
১০. ডান হাতের নখ প্রথমে কনিষ্ঠাঙ্গুল
তারপর অনামিকা এরপর বৃদ্ধাঙ্গুল এই
জাতীয় নখ কাটার ব্যাপারে যত বর্ণনা
পাওয়া যায় এগুলি সব জাল হাদীস। হ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম সব ভাল কাজ প্রথমে ডান দিক
থেকে শুরু করতেন এটা ঠিক কিন্তু কোন
নির্দিষ্ট নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম কখনোই হাত
পায়ের নখ কাটতেন না।
১১. যে নিজেকে চিনল সে তার রব কে
চিনল এটাও একটা জাল হাদীস।
১২. মরার আগে আগে মর এটাও একটা জাল
হাদীস।
১৩. যে ব্যক্তি বরকতের জন্য সন্তানের
নাম মুহাম্মদ রাখবে, ঐ সন্তান ও তার
পিতা উভয়েই জান্নাতে যাবে। এটাও
একটা জাল হাদীস। বরং রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন তোমরা নবীদের নামে নাম রাখ
এবং আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে
প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান।
১৪. মেরাজের রজনীতে জিবরাইল
আলাইহিস সাল্লাম রাসূলাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেয়ে
বলেছিলেন যে আমি আর একটু সামনে
অগ্রসর হলে আমি ভস্ম হয়ে যাবো এটাও
একটা জাল হাদীস। বরং মিরাজ রজনীর
পুরা সময়টাই জিবরাইল আলাইহিস
সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলেন।
১৫. লা ইলাহা ইল্লাল্লাহ ৭০ হাজার বার
পরে মৃত ব্যক্তির নামে উত্সর্গ করলে ঐ মৃত
ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাবে
এটাও একটা জাল হাদীস। হ্যা কালেমা
তাইয়েবা পড়ার অনেক ফযীলত আছে
কিন্তু ঠিক একথাটা রাসূলাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেন নি।
১৬. খাবারের আগে লবণ খাওয়া সুন্নত,
খাবারের আগে পরে লবণ খেলে ৭০ টি
রোগ থেকে বেচে থাকা যায় এগুলি সব
জাল হাদীস।
১৭. শবে বরাত/শবে কদরের রাতে গোসল
করলে গোসলের ফোটার সাথে সকল গুনাহ
মাফ হয়ে যায় এটাও একটা জাল হাদীস।
শবে কদর/শবে বরাত রাতের নামায বলতে
যে হাদীস গুলি শোনা যায় এগুলি সব জাল
হাদীস।
১৮. আল্লাহ সুবহানাতায়ালা রাসূলাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে
সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম
দুনিয়া সৃষ্টি করতেন না এটাও একটা জাল
হাদীস।
১৯. সর্বপ্রথম আল্লাহ সুবহানাতায়ালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এর নূর তৈরী করেছেন তারপর ঐ
নূর থেকে দুনিয়ার সকল কিছু সৃষ্টি
করেছেন, যখন আদম সৃষ্টি হয়নি তখনও
আমার নূর ছিল এই জাতীয় সকল বর্ণনা
গুলি জাল হাদীস। বরং সহীহ হাদীসটা হল
যখন আদম আলাইহিস সাল্লাম সৃষ্টি হয় নি
তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম এর নাম লওহে মাহফুজে
লেখা ছিল।
২০. জ্ঞানীর কলমের কালি শহীদের
রক্তের চেয়ে বেশি পবিত্র।
২১. আমি জ্ঞানের শহর এবং আলি তার
দরজা এটাও একটা জাল হাদীস। এগুলি
শিয়ারা বানিয়েছে।
২২. আরবদেরকে ভালোবাসো, কারণ আমি
একজন আরব, কু’রআন আরবিতে নাজিল
হয়েছে এবং জান্নাতের ভাষা হবে
আরবি।
২৩. সুদ খাওয়ার ৭০ পর্যায়ের
নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আল্লাহর
দৃষ্টিতে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে
মায়ের সাথে জিনা করা এটাও একটা
জাল হাদীস।
২৪. যে নিজেকে জেনেছে, সে
আল্লাহকেও জেনেছে।
২৫. আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন
যে তাঁর ইবাদতে ক্লান্ত, নিস্তেজ হয়ে
পড়ে।
২৬. এক ঘণ্টা গভীরভাবে চিন্তা করা ৬০
বছর ইবাদতের সমান।
২৭. মৃতের জন্য সুরা ইয়াসিন পড়।
২৮. দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।
২৯. নামায মুমিনদের মি’রাজ স্বরূপ।
৩০. আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন,
তা হচ্ছে আমার নূর।
আমি এখানে আমাদের সমাজের বহুল
প্রচলিত কতিপয় জাল হাদীস নিয়ে
আলোচনা করলাম। মূলত তাবে তাবেঈন
দের যুগ থেকে মুসলিম সমাজে রাফেযী,
খারেজী, মুতাজিলা, শিয়া প্রভৃতি যে
সকল বিভ্রান্ত আকীদার জন্ম হয়েছিল
তারাই এই সকল জাল হাদীস গুলি
সুকৌশলে নিজেদের স্বার্থ হাসিলের
জন্য মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে
দিয়েছিল। এই সকল জাল হাদীসের জন্য
আমাদের সমাজে অনেক সামাজিক
সমস্যাও সৃষ্টি হচ্ছে। আল্লাহ
সুবহানাতায়ালা আমাদের সকলকে সহীহ
হাদীস বুঝে জীবন চলার তৌফিক দেন।
বাংলা ভাষায় সকল হাদিস আপনারা এই
ওয়েবসাইট থেকে পাবেন

No comments:

Post a Comment