Sunday, June 28, 2015

নামাযে টুপি পড়া কি সুন্নাত?




নামাযে টুপি পড়া কি সুন্নাত?
------------------------------------
পাগড়ি বা টুপি জাতীয় পোশাক পড়া
ছিল রসুল(সাঃ) এর অভ্যাস। কিন্তু
তিনি সহিহ হাদিসে নামাযের পড়ার
সাথে টুপির বিষয়টা সম্পর্কযুক্ত
করেননি। নামাযের সময় ভালো পোশাক
পরতে আদেশ দেয়া হয়েছে কুর’আনে
কারণ অজ্ঞ মুশরিকরা নগ্নদেহে কাবা
ঘর তাওয়াফ করত। এর বিরুদ্ধাচারণ
করতে বলা হয়েছে ইসলামে। আমরা কোন
গুরুত্বপূর্ণ স্থানে গেলে বা
গুরুত্বপূর্ণ কোন মানুষের সাথে দেখা
করতে হলে আমাদের সবচেয়ে ভালো
পোশাক পড়ে যাই। একজন মুসলিমের
কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্ত্বা
আল্লাহ, সবচেয়ে দামী জায়গা মসজিদ –
তাই সে সেখানে সবচেয়ে ভালো,
সবচেয়ে দামী পোশাক পড়ে যাবে এটাই
কাম্য। কারো যদি টুপি পড়ার অভ্যাস
থাকে সে অবশ্যই টুপি পড়ে নামায
পড়তে পারে। কারো যদি অভ্যাস না
থাকে কিন্তু শুধু নামাযের জন্য টুপি
পড়ে তবে সেটা ততক্ষণ পর্যন্ত ঠিক
আছে যতক্ষণ না সে মনে করছে এই টুপি
পড়ায় বাড়তি কোন সাওয়াব আছে।
পাগড়ি বা টুপি পড়ায় যদি বাড়তি কোন
সাওয়াব থাকতো তবে তা রসুল(সাঃ)
বলে যেতেন। যেহেতু তিনি তা বলে
যাননি সেহেতু কেউ যদি ভাবে ‘টুপি/
পাগড়ি পড়লে সাওয়াব হয়’ অথবা ‘টুপি/
পাগড়ি নামাযের একটি অংশ’ তবে সেটা
হবে বিদ’আত। এখানে কাজটা অভ্যাসগত
সুন্নাত অথচ কাজের সাথে মিশে থাকা
বিশ্বাসটা বিদ’আত। কোনটায় সাওয়াব
হবে সেগুলো খুব স্পষ্টভাবে কুর’আন
এবং সুন্নাহতে বলে দেয়া আছে –
আমার মনে করা করির কোন স্থান
ইসলামে নেই।

No comments:

Post a Comment