Thursday, June 11, 2015

কেউ সাহরি না খেতে পারলেও বা না খেলেও রোজা শুদ্ধ হবে।



Aysha Akhter's photo.

আস সালামুয়ালাইকুম
-
কেউ সাহরি না খেতে পারলেও বা না খেলেও রোজা শুদ্ধ হবে।
তবে সাহ্রি খাওয়া সুন্নাত ও এতে বরকত আছে।
আর নফল রোযার জন্য সকালে ঘুম থেকে উঠেও নিয়ত করতে পারেন কিন্তু ফরজ রোযার জন্য রাতেই নিয়ত করবেন বা কমপক্ষে ফজর ওয়াক্ত হওয়ার আগেই।
রাতেই নিয়ত করে রাখা নিরাপদ যদি সাহরিতে কোন কারনে উঠতে না পারেন।

No comments:

Post a Comment