সম্পদের যাকাত না দিলে জাহান্নাম-
আনাস (রঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সাঃ) বলেন, যাকাত আদায় করে না এমন ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। (তবারানি সগির, সহিহ তারগিব-৭৫৭, আব্দুল হামিদ ফাইযি আল মাদানি -যাকাত ও খয়রাত ১৫ পৃষ্ঠা)
বেশীরভাগ মানুষই যাকাত দেয় না আবার যারা দেয় তারা লুঙ্গি-শারি দিয়ে আল্লাহ তা’লাকে ধোঁকা দিতে চায় যে, আমি তো যাকাত দিলাম, এরা আসলে সমাজের মানুষের কাছে নামডাক কামনা করে, এভাবে নয়, শরিয়ত যেভাবে বলেছে সেভাবেই টাঁকা, স্বর্ণ-রোপ্য, গবাদি পশু ও ফসলের পুঙ্খানুপুঙ্খু হিসাব করে যাকাত দিতে হবে নইলে সম্পদ হারাম হয়ে যাবে কেননা যাকাতের ঐ অংশটা গরীবদের হক এটা নিজে ভক্ষণ করা মানে গরীবদের সম্পদ ভক্ষন করা।
No comments:
Post a Comment