Saturday, July 11, 2015

গত কয়েক বছরে যাকাত না দিয়ে থাকলে কি করবে-




গত কয়েক বছরে যাকাত না দিয়ে থাকলে কি করবে-
না জানার কারণে, গাফলতি করে অথবা বখিলি (কৃপণতা) করে গত বছরগুলোতে কেউ যাকাত না দিয়ে থাকলে, সঠিক হিসাব করে বিগত সমস্ত বছরগুলোর যাকাত আদায় করা জরুরী। যা চলে গেছে, তা মাফ নয়। (ফিকহুস সুন্নাহ ১/৩৬০)
যদি টাকার পরিমাণ গত বছরগুলোতে একই থাকে, তাহলে তা ৪০ভাগে ভাগ করে ১ভাগ(অর্থাৎ আড়াই শতাংশ) প্রথম বছরের যাকাত বের করার পর বাকি টাকাকে আবার ৪০ভাগে ভাগ করে ১ভাগ দ্বিতীয় বছরের যাকাত বের করুণ। তারপর বাকি মাল আবার ৪০ভাগে ভাগ করে ১ভাগ পরের বছরের যাকাত দিন। (মাজমুউ ফতওয়া ইবনে উসাইমিন ১৮/৩২-৩৩, আব্দুল হামিদ মাদানি-যাকাত ও খয়রাত)
অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ বা যে পরিমাণ টাঁকা বা সম্পদ থাকলে যাকাত ফরয হয় সেই পরিমাণ বা তার বেশী থাকলে সমস্ত যাকাতযোগ্য সম্পদকে ৪০ দ্বারা ভাগ করলেই ২.৫ % বেরিয়ে আসবে, এটাই হবে যাকাতের পরিমাণ যা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর যে সম্পদ অবশিষ্ট থাকবে সেটাকে আবার ৪০ দ্বারা ভাগ করলেই ২.৫ % বেরিয়ে আসবে, এটাই হবে যাকাতের পরিমাণ পরবর্তী বছরের, এভাবে যতো বছর বাকি ছিল সব বছরের যাকাত দিতে হবে।

No comments:

Post a Comment