Saturday, July 11, 2015

আবু হানীফা (রহঃ) এর শিষ্যদের আমলঃ



আবু হানীফা (রহঃ) এর শিষ্যদের আমলঃ
=০০=০০=০০=০০=০০=০০=০০=০০=
৪র্থ পর্বে চার ইমামের মধ্যে ইমাম আবু হানীফা (রহঃ) ছাড়া বাকী তিন ইমামই যে ১২ তাক্ববীরে ঈদের সালাত আদায় করতেন এবং উক্ত মর্মে ফায়সালা দিতেন তার দলিল পেশ করেছি। ইমাম আবু হানীফা (রহঃ) ৬ তাক্ববীরের ফতোয়া দিলেও তাঁর প্রধান দুই শিষ্য কিন্তু তার ফতোয়া গ্রহণ করেন নাই! যেমন-
ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ তাদের উস্তাদ ইমাম আবু হানীফা (রহঃ) এর যে এক-তৃতীয়াংশ মাসআলার বিরোধীতা করেছেন। [১] তার অন্যতম হলো দুই ঈদের অতিরিক্ত তাকবীর। তারা উভয়েই ১২ তাক্ববীরের কথা বলেছেন।
❏ ইমাম আবু ইউসুফ (১১৩-১৮২ হিঃ):-
ইমাম আবু ইউসুফ ঈদের সালাতে ১২ তাকবীর দিতেন। তার মধ্যে ১ম রাক’আতে সাত আর দ্বিতীয় রাক্’আতে পাঁচ তাকবীর দিতেন।[ বাদায়িউছ ছানাই, ‌১ম খন্ড, পৃঃ ৬২০, ‘তাক্ববীরাতুল ঈদায়েন’অধ্যায় ]
❏ ইমাম মুহাম্মদ(৯৪-১৭৯ হিঃ):-
আবু ইউসুফ এর মতো ইমাম মুহাম্মদও ১২ তাক্ববীরে ঈদের সালত আদায় করতেন।[২] ৪ ও ৯ তাক্ববীরের প্রচলিত অনেক বর্ণনা থাকা সত্ত্বেও তিনি তার ‘আল-মুওয়াত্ত্বা’ নামক হাদীস গ্রন্থে ১২ তাক্ববীরের হাদীস বর্ণনা করেছেন। অতপর তিনি বলেন,
-লোকেরা দুই ঈদের তাকবীর নিয়ে মতভেদ করেছে। ফলে আমি যা গ্রহণ করেছি সেটাই উত্তম।
[ইমাম মুহাম্মদ, আল-মুওয়াত্ত্বা (দেওবন্দ: আশরাফী বুক ডিপো, তাবি), পৃঃ ১৪১]
টীকা___________________________
[১] শারহু বেক্বায়াহ-এর মুক্বাদ্দাম (দিল্লী ছাপা ১৩৭২), পৃঃ২৮
[২] দূররে মুখতার, ৩/৫০

No comments:

Post a Comment