সিসিলা মাহমুদা ক্যানলি ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান।ছোট বেলাতেই তার মনে জন্ম নেয় খ্রিস্টধর্মের রহস্য এবং অলৌকিকতা,শাস্ত্রীয় আচারপালন এবং মতবাদ সর্ম্পকে নানা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের সঠিক কোন উত্তর তিনি চার্চ বা যাজকদের কাছে পাননি।
এরপর হঠাৎ তিনি ইসলামের সাক্ষাৎ পান এবং তারপর একদিন মেয়েসহ ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
কিন্তু সেই দিনগুলোতে আমি সাহস করে বলতে পারতাম না যে, এই উত্তরে আমি সন্তুষ্ট নই।
কিন্তু সেই দিনগুলোতে আমি সাহস করে বলতে পারতাম না যে, এই উত্তরে আমি সন্তুষ্ট নই।
আমি চার্চ (রোমান ক্যাথলিক) এবং তার শিক্ষণ ত্যাগ করে আমার বিশ্বাস এক ঈশ্বরের প্রতি স্থাপন করি। চার্চের তিনজন দেবতায় বিশ্বাসের তুলনায় এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা অনেক সহজ।
খ্রিস্টান শিক্ষার রহস্য এবং অলৌকিকতার আর শাস্ত্রীয় আচারপালন এবং মতবাদের বিপরীতে ইসলামের মধ্যে জীবনের একটি নতুন এবং ব্যাপকতর অর্থ খুঁজে পাই আমি। যেদিকেই তাকাই আমি শুধু আল্লাহর সৃষ্টি দেখতে পাই।
আমি তার অলৌকিকতায় আশ্চর্য হই-তার সৃষ্টির সমস্ত গাছ, ফুল, পাখি ও প্রাণী দেখে। এমনকি নতুন জন্ম নেয়া একজন শিশুও সুন্দর, অলৌকিক হয়ে ওঠে। চার্চের অলৌকিকতা যা আমাকে বিশ্বাস করতে শিক্ষা দিয়েছিল তা ইসলামের অলৌকিকতা হতে বহু দুরে।
তারপর থেকে যা কিছু আমি পড়েছি তা আমার নিকট ছিল আপ্তবাক্য। অচিরেই আমি কিছু মুসলিমের অনুসন্ধান করি এবং যে বিষয়গুলো আমার নিকট স্পষ্ট ছিল না সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করি।
ইসলাম ধর্মের উপর ব্যাপক অধ্যয়নের পর আমি এবং আমার মেয়ে উভয়েই সিদ্ধান্ত নেই মুসলিম হওয়ার জন্য। ইসলাম ধর্ম গ্রহন করার পর আমার নাম রেখেছি মাহমুদা
যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ইসলাম ধর্মের কোন জিনিসটি সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছে। আমি বলব-সেটি হল নামাজ।
খ্রিস্টানদের প্রার্থনায় সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে (যীশু খ্রীষ্টের মাধ্যমে) প্রার্থণা করা হয় পার্থিব নেয়ামত।
অন্যদিকে ইসলামে সর্বশক্তিমান আল্লাহর কাছে তার সকল নেয়ামতের জন্য নামাজের মাধ্যমে তার প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আল্লাহ জানেন আমাদের কল্যাণের জন্য কি প্রয়োজন এবং আমাদের যা প্রয়োজন তা তার কাছে চাওয়া ছাড়াই তিনি আমাদের প্রদান করেন।
No comments:
Post a Comment