Thursday, October 8, 2015

অবসর সময়ে চুপ করে বসে না থেকে বা আজেবাজে কথা ও বাকোয়াজ না করে ........



•৷• সহীহ্ হাদিস •৷•'s photo.

অবসর সময়ে চুপ করে বসে না থেকে বা আজেবাজে কথা ও বাকোয়াজ না করে, মিথ্যা, গীবত ও চোগলখুরী না করে বেশী সয়ওয়াব রয়েছে এমন যিকর ও দুয়াগুলো বেশি বেশি করে পড়ুন।
____________
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন, “দুইটি কলেমা (বাণী) রয়েছে এমন যেইগুলো দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে খুবই সহজ (আমলের) আর মীযান (দাঁড়িপাল্লায়) অত্যন্ত ভারী।
____________
সেই বাণী দুইটি হচ্ছে : ‘সুবহা’নাল্লাহি ওয়া বিহা’মদিহি ও সুবহা’নাল্লাহিল আ’যীম’ [অর্থ আমরা আল্লাহ্ তাআ’লার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র]।” সহিহ বুখারী, অধ্যায়ঃ তাওহিদ প্রসঙ্গ, খন্ড ৯, অধ্যায় ৯৩, হাদিস নং ৬৫২।
_____________
'আলহামদুলিল্লাহ' মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
_________
'লা ইলাহা ইল্লাল্লাহ' সর্বোত্তম যিকর। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]

No comments:

Post a Comment