Friday, October 30, 2015

জাল অথবা দুর্বল হাদীস নয় শুধুমাত্র সহীহ হাদিস প্রচার করতে হবেঃ




দলীল নঃ-১
আবদুল্লাহ ইবন আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়’’ বুখারী ৩৪৬১; তিরমিযি ২৬৬৯
দলীল নঃ-২
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা এগুলো মনোযোগ সহকারে ভালভাবে স্মরণ রাখো এবং তোমাদের পিছনে যারা রয়েছে তাদের নিকট পৌঁছে দাও’’ বুখারী ৮৭, ৭২৬৬
দলীল নঃ-৩
আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুল (সাঃ)-কে এও মিম্বর থেকে বলতে শুনেছি যেঃ ‘’আমার নিকট থেকে অধিক হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকো। যদি কেউ আমার সম্পর্কে বলতে ইচ্ছা করে, তাহলে সে যেন সততা ও নিষ্ঠার সাথেই বলে’’ ইবন মাযাহ ৩৫; সাহীহাহ ১৭৫৩ (আলবানি হাদিসটিকে হাসান বলেছেন)
দলীল নঃ-৪
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা এসব বিধান হিফাযত করবে এবং যারা আসেনি তাদের তা জানিয়ে দিবে’’ মুসলিম; অধ্যায় ৬ হাদিস নঃ ২৪
দলীল নঃ-৫
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা ভালভাবে জ্ঞানের কথা শুনে রাখো। কেননা লোকেরা তোমাদের কাছ থেকে শুনবে। অতঃপর তোমাদের কাছ থেকে যারা শুনবে, তাদের কাছ থেকেও পরবর্তীরা শুনবে’’ আবু দাউদ ৩৬৫৯ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)
দলীল নঃ-৬
যায়িদ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুল (সাঃ)-কে বলতে শুনেছিঃ ‘’আল্লাহ তায়ালা সে ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে, তারপর তা সঠিকভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে’’ তিরমযি ২৬৫৬; আবু দাউদ ৩৬৬০; ইবন মাযাহ ২৩০ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)
দলীল নঃ-৭
আবদুল্লাহ ইবন মাস’উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুল (সাঃ)-কে বলতে শুনেছিঃ ‘’আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবেই অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে’’ তিরমযি ২৬৫৭; ইবন মাযাহ ২৩২; সহীহ জামেউস সাগীর ৬৭৬৪ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)
দলীল নঃ-৮
আবদুল্লাহ ইবন মাস’উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুল (সাঃ)-কে বলতে শুনেছিঃ ‘’আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে, তা কণ্ঠস্থ করেছে, সংরক্ষণ করেছে এবং অন্যের নিকট পৌঁছে দিয়েছে’’ তিরমযি ২৬৫৮; সাহীহাহ ৪০৪ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)
দলীল নঃ-৯
‘’আল্লাহ সেই বান্দার চেহারাকে সৌন্দর্যমণ্ডিত এবং সুশোভিত করুন যে আমার কথা শুনল এবং হেফয করল। অতঃপর তা সেই ব্যক্তির নিকট পৌঁছালো যে তা শুনেনি’’ সহীহ জামেউস সাগীর ৬৭৬৬
উপরোক্ত হাদিসগুলো থেকে স্পষ্টভাবে প্রমানিত হয় যে, হাদীস হেফয কর, সঠিকভাবে মনে রাখা ও কোনরকম মিথ্যা বর্ণনা করা ছাড়াই তা প্রচার করতে রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদেরকে হাদিস প্রচারের আগে নিশ্চিত হতে হবে তা বিশুদ্ধভাবে রাসুল (সাঃ) থেকে প্রমানিত কিনা। মহান আল্লাহ আমাদেরকে সহীহ হাদীসের জ্ঞান দান করুন ও সেই অনুযায়ী আমল করার তৌফীক দান করুন। আমীন।

No comments:

Post a Comment