অভাবগ্রস্থকে অবকাশ প্রদান এবং তার সঙ্গে নম্র আচরণ করা।
____________
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
____________
কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় বা তার নিকট পাওনা মাফ করে দেয় আল্লাহ্ তা’আলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। সে দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।
____________
গ্রন্থের নামঃ জামে তিরমিজী (ইফাঃ) অধ্যায়ঃ ১৪/ ক্রয় বিক্রয়, হাদিস নম্বরঃ [1309] পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন। তা'লীকুর রাগীব ২/৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৬ [আল মাদানী প্রকাশনী]
____________
এ বিষয়ে আবূল ইয়াসর, আবূ কাতাদা, হুযায়ফা, ইবনু মাসউদ ও উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব।
No comments:
Post a Comment