Saturday, October 10, 2015

হযরত উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত,




হযরত যায়েদ ইবনে খালেদ আলজুহানী রা. থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
________
যে ব্যক্তি উত্তমভাবে অযু করে এরপর দুই রাকাত নামায পড়ে, যাতে সে অমনোযোগী হয় না, তার পিছনের সব (ছাগীরা) গুনাহ মাফ করে দেওয়া হয়।
________
সুনানে আবু দাউদ, হাদীস : ৯০৫
________
হযরত উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত,
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ________
তোমাদের মধ্যে যে কেউ উত্তমভাবে অযু করে এরপর দাঁড়িয়ে দুই রাকাত নামায পড়ে। যাতে তার চেহারা ও হৃদয় নামাযের প্রতি নিবিষ্ট থাকে তাহলে সে নিজের জন্য (জান্নাতকে) অবধারিত করে। সহীহ মুসলিম, হাদীস : ২৩৪; সুনানে আবু দাউদ, হাদীস : ১৬৯

No comments:

Post a Comment