Friday, October 30, 2015

প্রশ্ন :-- পেটের অসুখে মারা গেলে কি কোন বিশেষ ফজিলত আছে??




প্রশ্ন :-- পেটের অসুখে মারা গেলে কি কোন বিশেষ ফজিলত আছে?? 
উত্তর :--পেটের অসুখে মৃত্যু বরণ করলে আল্লাহ তায়ালা তার জন্য একাধিক ফযীলত প্রদান করবেন বলে হাদীসে উল্লেখিত হয়েছে। তন্মধ্যে: 
🔵 ১) সে ব্যক্তি শহীদী মৃত্যু অর্জন করবে (সহীহ বুখারী ও মুসলিম)
🔵 ২) আল্লাহ তায়ালা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। (মুসনাদ আহমদ, তিরমিযী, ও নাসাঈ, ইমাম আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।) (তবে কোন ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট করে নিশ্চিতভাবে শহীদ বলা যাবে না বা বলা যাবে না যে, এই ব্যক্তির গোর আযাব মাফ হয়ে গেছে। বরং বলতে হবে আল্লাহ চাহে তো সে শহীদ বা তার কবরের আযাব মাফ হবে।)
 পেটের অসুখ বলতে উদ্দেশ্য: যে কোন পেটের অসুখ। যেমন, পাতলা পায়খানা, পেট ফুলা, পেট ব্যাথ্যা ইত্যাদি।
( শরহে সহীহ মুসলিম, ইমাম নওবী রাহ..)

No comments:

Post a Comment