Wednesday, November 25, 2015

আমাদের সমাজে দেখা যায় বিয়ের পর মেয়েরা নিজের নামের শেষে স্বামীর নাম যুক্ত করে। এটা কি ঠিক ?




আসসালামুআলাইকুম।
আমাদের সমাজে দেখা যায় বিয়ের পর মেয়েরা নিজের নামের শেষে স্বামীর নাম যুক্ত করে। এটা কি ঠিক ?
উত্তর দিয়েছেন শাইখ সাইফুদ্দিন বেলালঃ---
মেয়েদের বিয়ের পর স্বামীর নাম যুক্ত করা ইসলাম অনুমোদন দেয়না ,শুধু মেয়েদের বেলায় নয় সবার ক্ষেত্রেই এটাই নিয়ম যে প্রত্তেকে তার বাবার নামের সাথে যুক্ত থাকবে । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মেয়ে ফাতিমা রাঃ কে বলতেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদ ,
তাছাড়া আমরা দেখি যে ,প্রত্যেক উম্মুল মুমেনিন দের নামের শেষে নিজ নিজ বাবার নাম যুক্ত ছিল , অথচ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের স্বামী তারা তাকে কত না ভালবাসতেন ,মা খাদিজা রাঃ যিনি তার সব সম্পদ তার স্বামী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে বিলিয়ে দিয়েছেন ,তার প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা ছিল তারপরেও তিনি তার নামের শেষে স্বামীর নাম যুক্ত করেননি ।

No comments:

Post a Comment