রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
'কোন লোক যদি গুনাহ করে। অতঃপর উঠে দাঁড়িয়ে দু'রাক'আত ছালাত (নামায) আদায় করে এবং আল্লাহ্র নিকট ক্ষমা পার্থনা করে তাহলে আল্লাহ্ তাকে ক্ষমা করে দেন'
(হাদিসঃ আবুদাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, বাইহাকি,তিরমিযী, ফিকহুস সুন্নাহ হা/১/১৫৯, হাদিসটি হাসান)
No comments:
Post a Comment