Saturday, February 13, 2016

কুরআন 87:16-17




মহান আল্লাহ বলেন,
মুমিনতো তারাই যাদের হৃদয় কম্পিত হয়, যখন আল্লাহ্‌কে স্মরণ করা হয় এবং তাঁর আয়াত তাদের নিকট তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। (সূরা আনফাল, আয়াত ২)
:
মহান আল্লাহ বলেন,
হে নবী ! আপনি বলুন, হক্ক আপনার প্রতিপালকের পক্ষ থেকে আসে। অতএব যার ইচ্ছা বিশ্বাস করুক, আর যার ইচ্ছা অমান্য করুক। নিশ্চয়ই আমি অত্যাচারীদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যা তাঁদেরকে পরিবেষ্টন করে থাকবে। (সূরা ইসরা ২৯)
:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তা'আলা ঐ বেক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুক যে বেক্তি আমার কোন হাদিস শুনে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবে অপরের নিকট পৌঁছে দেয়। কেননা অনেক সময় যার নিকট পৌঁছান হয়, সে বেক্তি শ্রোতা অপেক্ষা অধিক জ্ঞেনী হয়। (তিরমিযী, ইবনু মাজাহ, দারেমী, বাংলা মিশকাত ২য় খণ্ড /২১৬)

No comments:

Post a Comment