অন্যায়ভাবে অথবা না বলে কারো সামান্যতম বস্তুও যদি কেউ আত্মসাৎ করে তবে তাঁর স্থান জাহান্নাম। যদি কারো একটা টাকাও আত্মসাৎ করে খেয়ে থাকেন তাহলে আজকেই তা ফিরিয়ে দিন। আর ঐ লোক যদি মারা গিয়ে থাকে তাহলে তাঁর আত্মীয়কে দিয়ে দিন, আর তাঁরও যদি কোন পথ না থাকে তাহলে ঐ মৃত বেক্তির নামে দান করে আল্লাহ্র কাছে ক্ষমা চান। নতুবা পরকালে আপনার জন্য নিশ্চিত জাহান্নাম।
No comments:
Post a Comment