Thursday, March 3, 2016

ইবাদত কবূল হওয়ার শর্ত কি কি???




‪‎কোন‬ ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি:
ক,,, ইবাদত একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য হওয়া।
মহান‬ আল্লাহ বলেন,
﴿وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ﴾ [البينة: ٥]
“তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ করা হয়েছে যে, তারা খাঁটি বিশ্বাসের সাথে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্‌র ইবাদত করবে”
((((বাইয়্যেনাহ ৫))))

খ,,,. ইবাদত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে হওয়া।
#মহান আল্লাহ বলেন,
﴿قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ﴾ [ال عمران: ٣١]
“বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন”
((((আলে ইমরান ৩১))))
রাসূল‬ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
“যে ব্যক্তি আমাদের নির্দেশের বাইরে কোনো আমল করলো, তার সেই আমল প্রত্যাখ্যাত”
((((মুসলিম)))))
=========================হে আল্লাহ তোমি আমাদের ক্ষমা করো এবং কুরআন ও বিশুদ্ধ ভাবে আমল করার তৌফীক দান করো।
(((আমিন))

No comments:

Post a Comment