وعليكم السلام ورحمة الله وبركاته
আসলে ফরয ইবাদতের পর যত ইবাদত আছে তা সবই নফল(অতিরিক্ত )।
আর নফল ইচ্ছা করে ছেড়ে দিলেও পাপ হবে না , (দ্রষ্টব্য বুখারী ও মুসলিম )।
উক্ত নফলের ভিতর বিতর ছালাত ও গণ্য ।
আর নফল ছালাতের ভিতর গুরুত্বপূর্ণ ছালাত হলো বিতর/ রাতের কিয়াম তথা তাহাজ্জত আর ফজরের পূর্বের দুরাক'আত। এবং ফরয ছালাতের আগে ও পরের সুন্নাত সমূহ ।
আর নফল সিয়ামের ভিতর আশুরার রোযা/আরাফার/শাওয়াল মাসের ছয় রোযা।
আসলে ফরয ইবাদতের পর যত ইবাদত আছে তা সবই নফল(অতিরিক্ত )।
আর নফল ইচ্ছা করে ছেড়ে দিলেও পাপ হবে না , (দ্রষ্টব্য বুখারী ও মুসলিম )।
উক্ত নফলের ভিতর বিতর ছালাত ও গণ্য ।
আর নফল ছালাতের ভিতর গুরুত্বপূর্ণ ছালাত হলো বিতর/ রাতের কিয়াম তথা তাহাজ্জত আর ফজরের পূর্বের দুরাক'আত। এবং ফরয ছালাতের আগে ও পরের সুন্নাত সমূহ ।
আর নফল সিয়ামের ভিতর আশুরার রোযা/আরাফার/শাওয়াল মাসের ছয় রোযা।
জ্বি, বলা হয়েছিল যারা সুন্নাত নফল সমূহ সর্বদাই এড়িয়ে চলে তারা মূলত মুত্তাকী বা ভাল মানুষ নয় ।
এটা ভাল মন্দের বিবেচনায় ।
কারণ সিয়াম কিয়াম বা নফল ইবাদত নবী আম্বিয়াগণ (আঃ) দের অভ্যাস ।
তাছাড়া কিয়ামতের দিন ফরয ইবাদতের ঘাটতি দেখা দিলে তখন নফল দ্বারা পূর্ণ করা হবে।
অতএব ইচ্ছা করে সুন্নাত নফল পরিত্যাগ করা উচিত নয়।
এটা ভাল মন্দের বিবেচনায় ।
কারণ সিয়াম কিয়াম বা নফল ইবাদত নবী আম্বিয়াগণ (আঃ) দের অভ্যাস ।
তাছাড়া কিয়ামতের দিন ফরয ইবাদতের ঘাটতি দেখা দিলে তখন নফল দ্বারা পূর্ণ করা হবে।
অতএব ইচ্ছা করে সুন্নাত নফল পরিত্যাগ করা উচিত নয়।
No comments:
Post a Comment