মহানবী (সাঃ)-কে জিজ্ঞাসা করা হল যে, ‘কোন (ধরনের) আমল আল্লাহর অধিক পছন্দনীয়?’
উত্তরে তিনি বললেন, “সেই আমল, যে আমল নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়;
যদিও তা পরিমাণে কম হয়।”
(বুখারী, মুসলিম, মিশকাত ১২৪২নং)
মহানবী (সাঃ)-এর আমল ছিল নিরবচ্ছিন্ন। তিনি একবার যে আমল করতেন,
তা বাকী রাখতেন না। (ত্যাগ করতেন না)।”
(মুসলিম, সহীহ)
তিনি আব্দুল্লাহ বিন উমার (রাঃ)-কে বলেন, “হে আব্দুল্লাহ! তুমি অমুকের মত হয়ো না;
যে তাহাজ্জুদ পড়ত, পরে সে তা ত্যাগ করে দিয়েছে।”
(বুখারী, মুসলিম, সহীহ)
রসূল (সাঃ)-এর কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করা হল, যে ফজর পর্যন্ত ঘুমিয়ে থেকেছে।
তিনি বললেন, “ও তো সেই লোক, যার উভয় কানে শয়তান পেশাব করে দিয়েছে।”
(বুখারী, মুসলিম, সহীহ)
No comments:
Post a Comment