Sunday, April 3, 2016

মৃত্যু ব্যক্তি বা কবরে মাযারে শায়িত ব্যক্তির কাছে চাওয়া, পাওয়া কি সম্ভব?




মৃত্যু ব্যক্তি বা কবরে মাযারে শায়িত ব্যক্তির কাছে চাওয়া, পাওয়া কি সম্ভব?
========================

অনেক মানুষ মনে করে অলি আউলিয়া, পীরগণ মৃত্যু বরণ করে না
সূরা আল ইমরান-১৮৫> প্রত্যেক প্রাণীই মৃতুর স্বাদ ভোগ করবে । কবরবাসী সম্পর্কে আল্লাহ বলেন-সূরা নাহল-২১ > তারা মৃত, প্রাণহীন । কবে পুনরুত্থিত হবে জানে না ।
অনেকে বলে অলি আউলিয়াগণ মরার পরেও মানুষের কথা শুনে যখন মানুষ কবরের সামনে গিয়ে তাদের পুজা করে বা তাদের কাছে কিছু চায় । আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতির-২২>হে নবী, তুমি কবরে শায়িতদের কথা শুনাতে সক্ষম না ।
আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন: নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না, আর তুমি বধিরকে আহবান শোনাতে পারবে না (সূরা নামল, আয়াত ৮০)
একই কথা সূরা রুম এর ৫২ নং আয়াতেও বলা হয়েছে । যে ব্যক্তি আল্লাহ ব্যতীত এমন বস্তু (কবর) কে ডাকে সে কিয়ামত পর্যন্ত তার ডাকে সারা দিবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে ?
তারা তাদের ডাক সম্পর্কে খবরও রাখে না । যখন মানুষ কে হাশরের ময়দানে একত্রিত করা হবে, তখন তারা (কবরবাসী) তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে (আহকাফ আয়াত ৫, ৬)
বলুনঃ তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করতে চান তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাক, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে ?
অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চান তাহলে কি তারা সে অনুগ্রহ পতিরোধ করতে পারবে ?
বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট । নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে (আয-যুমার আয়াত ৩৮)
যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃতকে কিছু শোনাতে পারেন না,
তখন সাধারণ মানুষ কিভাবে এ অসাধ্য সাধন করতে পারে ?
“নিশ্চয়ই আমরা একমাত্র তোমারই ইবাদত করি ও তোমারই নিকট সাহায্য চাই”
(((((সুরা ফাতিহাঃ ৫))))
========================

No comments:

Post a Comment