মুস্তাওরিদ বিন শাদ্দাদ (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি,
___________
আল্লাহর কসম! আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হল, যেমন তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজের একটি আঙ্গুল ডুবিয়ে দেয়, অতঃপর সে লক্ষ্য করে দেখুক তা কি (পরিমাণ পানি) নিয়ে আসল।
[মুসলিম, মিশকাত ৫১৫৬]
No comments:
Post a Comment