Thursday, May 5, 2016

রজব মাসকে হারাম মাস বলা হয় কেন?




হারাম মাস চারটি।মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ।
রজব মাসকে হারাম নামে নামকরণের কারণ এই মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। তবে, শত্রু প্রথমে আক্রমণ করলে প্রতিরোধ করা বৈধ। এ কারণেই তাকে বলা হত বোধির রজব-তাতে হাঁক দেয়া হত না যোদ্ধাদের সমবেত হওয়ার জন্য কিংবা তাতে শোনা যেত না অস্ত্রের ঝনৎকার।
কিংবা তাকে হারাম বলা হয় এ কারণে যে, অন্যান্য মাসের নিষিদ্ধ কর্মের তুলনায় এ মাসের নিষিদ্ধ কর্ম অধিক দূষণীয়। রজব মাসকে রজব বলা হয়, কারণ তা সম্মানিত। الترجيب মানে সম্মান জ্ঞাপন করা। শব্দটি এখান থেকেই উদ্ভূত। (লাতাইফুল মাআরেফ ২২৫)
রজব মাসটি হারাম মাসগুলোর মদ্ধ্যে একটি';আর এটিই হচ্ছে এই মাসের বৈশিস্ট্য। তবে এই বৈশিস্টের কারনে এমাসে বিশেষ কোন আমলের প্রামাণ্ কোন শুদ্ধ হাদিস পাওয়া যায় না।

No comments:

Post a Comment