Thursday, May 5, 2016

দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা ইসলামে নিষেধ।



.
একবার এক শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের নিকট প্রস্তাব করলেন- আমি ক্লাসে ঢুকার সময় তোমাদের দাঁড়ানোর প্রয়োজন নেই। যদি সম্ভব হয় বসে থেকেই সালাম দিবে। কিন্তু দুই-একজন ব্যতীত প্রস্তাবটি কেউ গ্রহণ করেনি। অর্থাৎ পরবর্তীতেও তারা পূর্বের ন্যায় দাঁড়িয়ে সম্মান করতে থাকে। এখন যদি অধিকাংশদের প্রাধান্য দিয়ে বিচার করা হয় তাহলে সবকিছু ঠিকঠাকই মনে হবে। আসলেই কি তাই? অবশ্যই না। যেহেতু আমরা ইসলামকে আল্লাহর মনোনীত দ্বীন হিসেবে গ্রহণ করেছি সেহেতু যাবতীয় দিকনির্দেশনা ইসলাম থেকেই নিতে হবে। তাই কোথায় কিভাবে কতটুকু সম্মান প্রদর্শন করতে হবে তাও ইসলাম থেকে জেনে নিতে হবে। আর এভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাকে ইসলাম নিষেধ করেছে। তাই সম্মান প্রদর্শনের জন্য উত্তম আচরণ ছেড়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া কখনোই উচিত নয়। এতে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, বন্ধুত্ব নয় ।
.
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সাহাবায়ে কিরামের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপেক্ষা কোন ব্যক্তিই অধিক প্রিয় ছিলো না। অথচ তাঁরা যখন তাঁকে দেখতেন তখন দাঁড়াতেন না। কেননা, তাঁরা জানতেন যে, তিনি তা পছন্দ করেন না”। [তিরমিযি ২৭৫৪]

No comments:

Post a Comment