সালাত পরিত্যাগ কারী কেমন পাপী? এই পাপের কোন কাফ্ফারা আছে?
উত্তরঃ
======
হযরত মুহাম্মদ ﷺ বলেন,
ﺮﻔﻧ ﺪﻘﻓ ﺎﻬﻛﺮﺗ ﻦﻤﻓ ﺓﻼﺼﻟﺍ ﻢﻬﻨﻴﺑﻭ ﺎﻨﻨﻴﺑ ﻯﺬﻟﺍ ﺪﻬﻌﻟﺍ
-আমাদের ও তাদের (কাফের/মুশরিকদের) মাঝে প্রথম চুক্তি হচ্ছে সালাত। অতএব, যে ব্যক্তি সালাত ত্যাগ করল সে কুফরী করল। [আহমাদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ; হাদীস সহীহ]
.
মুকাল্লাফ ব্যক্তি, অর্থাৎ যার উপরে শরয়ী শাস্তি প্রদান করার মতো শর্ত পূরণ হয়, এমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সে কাফের ও মুরতাদ গণ্য হবে। শুধুমাত্র তওবা করে সালাত কায়েম করলেই তার এই গুনাহ থেকে ক্ষমা পাবে। কারণ মহান আল্লাহ তা’আলা বলেন,
فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
-কাজেই যদি তারা তাওবা করে নেয় এবং নামায কয়েম করে এবং যাকাত দেয় তাহলে তারা তোমাদের দীনী ভাই৷ যারা জানে, তাদের জন্য আমার বিধান ষ্পষ্ট করে বর্ণনা করি| [সুরা আত-তাওবাঃ ১১]
এই আয়াতে মহান আল্লাহ দ্বীনি ভ্রাতৃত্ব বা কারো মুসলিম হওয়ার জন্য পূর্বশর্ত হিসেবে সালাত কায়েম করাকে উল্লেখ করেছেন।
আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন। আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ ﷺ, তার পরিবার ও তার সাহাবীদের প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন।
.
-
!_____________________
ফতোয়া আল-লাজনাহ আদ-দাইয়ি’মাহ।
[সৌদি আরবের শীর্ষস্থানীয় ফতোয়া কমিটি]
ফতোয়া নম্বরঃ ১৬৪৮৪।
.
ফতোয়া কমিটির সম্মানিত মুফতীরা হচ্ছেনঃ
১. শায়খ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ (রহঃ)
২. শায়খ আব্দুল আজিজ আলে-শায়খ (হাফিঃ)
৩. শায়খ সালিহ আল-ফওজান (হাফিঃ)
৪. শায়খ আব্দুল্লাহ ইবনে গুদায়্যান (রহঃ)
৫. শায়খ বাকর আবু জায়েদ (রহঃ)
No comments:
Post a Comment