Wednesday, August 17, 2016

জিলহজ্ব মাসের করণীয় আমলসমূহ:






জিলহজ্ব মাসের করণীয় আমলসমূহ:
১. হজ্ব করা। 
২. উমরা করা।
৩. ১ হতে ৯ জিলহজ্ব পর্যন্ত রোজা রাখা। বিশেষ করে আরাফাতের দিনের রোজা।
৪. বেশি বেশি নফল সালাত আদায় করা।
৫. বেশি বেশি কুরআন তেলাওয়াত করা।
৬. বেশি বেশি দান-খয়রাত করা।
৭. বেশি বেশি করে তাকবীর, তাহলীল ও জিকির-আজকার করা।
৮. বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা।
৯. কুরবানী করা।
১০. ঈদের সালাত আদায় করা।
আল্লাহ তা‘য়ালা আমাদেরকে জিলহজ্ব মাসের আমালগুলো সঠিক ঈমানের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও কেবলমাত্র নবী (সা.)-এর বিশুদ্ধ সুন্নতী তরিকায় করার তৌফিক দান করুন।আমিন

No comments:

Post a Comment