Tuesday, September 6, 2016

রোজা (সিয়াম) কবে পালন করবেন এই মাসে?




আগামী ১১ই সেপ্টােম্বর রবিবার হাজীরা আরাফায় অবস্থান করবেন। আরাফার সিয়াম পালন করবেন যেদিন হাজীরা সৌদিতে আরাফার মাঠে হাজির থাকবেন সেদিন।
.
কারণ নবী (ﷺ) বলেছেন; صِيَامُ يَوْمِ عَرَفَةَ “আরাফা দিবসের সিয়াম”। তাই যারা আরাফার রোযা রাখতে চান তারা আগামী ১১ই সেপ্টেম্বর রবিবার আরাফার রোযা রাখবেন।
.
. আবূ ক্বাতাদাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন,
وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ
রাসূল (ﷺ)-কে আরাফার দিনের সওম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গোনাহসমূহের কাফফারা হয়ে যায়। (সহিহ মুসলিম: ২৬৩৭)
.
.
অন্যত্র রাসূল (ﷺ) বলেন,
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ
আরাফা দিবসের সওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহর কাফফারা হয়ে যাবে। (সহিহ মুসলিম: ২৬৩৬)

No comments:

Post a Comment