Saturday, December 17, 2016

প্রশ্ন: ইসলামে কি জাতীয়তাবাদ আছে?



Image may contain: cloud and text

প্রশ্ন: ইসলামে কি জাতীয়তাবাদ আছে? 

উত্তর: হ্যাঁ আছে। সেটা মুসলিম জাতীয়তাবাদ। আমরা মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি। সারা বিশ্বে আমরা এক জাতি। আমাদের মাঝে থাকবে না কোনো বর্ডার ভিত্তিক বিভেদ, থাকবে না কোনো ভূখন্ডভিত্তিক গৌরব, ভাষাভিত্তিক অহংকার, বর্ণভিত্তিক গর্ব। এইসব আসাবিয়্যাহ বা জাতীয়তাবাদ হলো জাহিলিয়্যাতের অন্তর্ভুক্ত। এসব জাহিলিয়্যাহ ধ্বংস করার জন্যই ইসলামের আগমন। সমস্ত বনি আদমকে সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত করে স্রষ্টার দাসত্বে জুড়ে দেয়াই ইসলাম আগমনের উদ্দেশ্য। এভাবেই সারা পৃথিবীর মুসলিম মিলে এক জাতি। আমাদের মাঝে পার্থক্য হবে কেবল তাক্বওয়ার ভিত্তিতে। এটাই মুসলিম জাতীয়তাবাদ।

আবু উমাইর ভাইএর ওয়াল থেকে

No comments:

Post a Comment