***(কয়েকটি কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায়)***
==========================
আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী (সা) এর নিকট এসে বললেন, আমাকে এরুপ কিছু আমলের কথা বলেন যা আমাকে জান্নাতের নিকটবর্তী ও জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন,
১। আল্লাহর ইবাদত কর।
২। তার সাথে কাউকে শরীক কর না।
৩। নামায কায়েম কর
৪। যাকাত প্রদান কর
৫। আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর।
যখন ঐ লোক ফিরে গেল তখন রাসূল (সা) বললেন, তাকে যা করতে বলা হল যদি সে এর উপর আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
[[মুসলিম: কিতুবুল ঈমান, বাব বয়ানুল ঈমান আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ]]
No comments:
Post a Comment