Thursday, July 27, 2017

প্রশ্ন:- সুদি কারবারে জড়িত হলে কী করণীয় আর কিস্তিতে পণ্য ক্রয় কয়ের কারণে অতিরিক্ত অর্থ দিতে হলে তা কি সুদ হবে?*





প্রশ্ন:- সুদি কারবারে জড়িত হলে কী করণীয় আর কিস্তিতে পণ্য ক্রয় কয়ের কারণে অতিরিক্ত অর্থ দিতে হলে তা কি সুদ হবে?*
*উত্তর*
শয়তানের ধোকায় পড়ে এক জায়গা থেকে কিছু টাকা লোন করে ১৫শ টাকা সুদ প্রদান করেছি| অথচ শরীয়তবিরোধী যে কোন কাজ না করার ব্যাপারে আমার দৃঢ় অঙ্গিকার রয়েছে| আর সুদকে আমি আমার জীবনের ধারে কাছেও আসতে দেবো না বলে নিয়ত করেছিলাম| কৃত অপরাধের জন্যে আমি লজ্জিত|

*আরেকটা প্রশ্ন*- একটা ফ্রিজ কিস্তিতে ক্রয় করার কারণে অতিরিক্ত টাকা দিতে হয়েছে, আমার হিসাবে সেটাও একটা সুদ প্রদান ছিলো| এখন এই ভুলের কি কোনো কাফফারা আছে? থাকলে তা কোন্ পদ্ধতিতে? 
উত্তর:
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ আপনাকে দ্বীনের উপর অবিচল থাকার তাওফিক দান করুন।
আপনার জন্য এখন করণীয় হল, মহান বরের কাছে অতীতের সকল প্রকার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করা, ভবিষ্যততে সুদি কারবার সহ সব ধরণের গুনাহের কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করা। সেই সাথে বেশি বেশি নেকীর কাজ করলে আশা করা যায় আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ মোচন করে দিবেন। ইনশাআল্লাহ।

ইসলামের দৃষ্টিতে কিস্তিতে পণ্য ক্রয়ের কারণে অতিরিক্ত অর্থ দিতে হলে তা সুদ হিসেবে গণ্য হবে না। কারণ এখানে অর্থের বিনিময়ে পণ্যের লেনদেন হয়েছে। এটি সুদ নয় বরং ব্যবসা।
সুদ তখন হবে যখন ঋণ বা বাকির কারণে একই জাতীয় জিনিস (পণ্যের বিনিময়ে পণ্য বা অর্থের বিনিময়ে অর্থ) এর মধ্যে কম-বেশী করা হয়। আল্লাহু আলাম।
~~~~~~~~
*আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল*
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

No comments:

Post a Comment